সোমবার, ৭ জুন, ২০২১

সম্পাদকীয় কলম

 


সম্পাদকীয় কলম 

"Instagram Magic Screenshots Classics Interpretations" 


Slideshow


সুপ্রীতি বর্মন 


Editorial Segment 


Straight Forward Clarification and Statement


প্রায় সময়‌ই দেখা যায় টাইমলাইন ঘোরাঘুরি করার চক্করে এমন অনেক আম্রমাধুরী চটকদার বিশ্লেষণী পর্যালোচনা যা সত্যি করেই অনেক বেশি করে দাগ কেটে যায় যা ক্ষণিকের আঁচড় নয় বা আত্মতুষ্টি তে ভোগা অহংসর্বস্ব মননশীলতার ছাপ নয় বরং অনেক বেশি স্মৃতিতে ঘর করে নোঙর ফেলে থেকে যাওয়া কান্ডারীর বৈঠা বায়ে স্রোতস্বিনীর আছড়ে পড়া মস্তিষ্কের মন্থনে সূক্ষ্ম রন্ধ্রে অবাধ্য আস্কারা জাগায় চাহিদা আরো বেশি করে মন দিয়ে সেটা পড়তে আর তার সামগ্রিক চেতনায় মগ্ন হয়ে পড়া চৈতন্য এর ঘোর জাগায়।।।।।। 

               যদিও মাঝে মাঝে সেই সকল পোস্ট অন্যজনের টাইমলাইনে হতে পারে তখন সেই পোস্টে ঝাঁপিয়ে পড়ে আম্রমাধুরীর ঝোঁকে মাছিদের দল যারা এলোপাথাড়ি উদরপূর্তি ঘটাতে এক আশ্চর্য শিহরণে জমা হয়ে ভিড় করে তার চতুর্দিকে অনেকটাই মৌনতা ছেড়ে মুখর নীরবতায়।।।।।। 

      তাদের ক্ষণিকের এইভাবে বিস্ফোরণ বুঝিয়ে দেয় তাদের সমালোচনায় যে সেই বিশ্লেষণে সত্যিই জোর আছে যা ছোট্ট দাগ নয় বরং আঁচড় কাটতে উঠে পড়ে লেগে যায়।।।।। 

     অনেকসময় নৈঃশব্দ্য যাপনের শীৎকার কজ্জ্বলিত আঁখির দলামোচা অসুখের ভাঁজে দুঃশ্চিন্তার প্রহর গোনে বেঁচে থাকার জন্য তখন এই অল্পতে সাধ মেটার মতন উদ্ধৃতি কিংবা বিশ্লেষণের মতন সূচের মতন ঢুকে গিয়ে অনেকটা ফাল হয়ে বের হয়ে যায় আর সকল অবসাদ উড়ে যায় প্রাঞ্জল লিপিতে জীবনের শিলান্যাসে ঐ একটু আধটু কথায়।।।।।। 


তবে বেশিরভাগ মানুষ অনেকসময় আত্মকেন্দ্রিক হয়ে সেই সকল পোস্ট কে নিজেদের এক্তিয়ারে ধরে বেঁধে রাখতে চায় শুধুমাত্র নিজের করে সেখানে যদি বাহ্যিক কেউ ভীষণভাবে মন্ত্রমুগ্ধ হয়ে সেই উক্তি কিংবা বিশ্লেষণ নিজের ঘরে রাখতে চায় শেয়ার করে তখন অনেকসময় আক্রোশে সে তার উপরেই চড়াও হয় এটা বোঝাতে নিজের তৈরি করা অজ্ঞাতবাসের নীতি নির্ধারণে যে এটা শুধু তার তাই সেটা শেয়ার করার আর কারোর অধিকার নেই তখন সেই ম্যাজিকাল ইন্দ্রজাল বিনা মেঘে বজ্রনাদের মতন ক্ষণিকের তরে ক্ষণিকে আমরা পরিভাষায় আটকে থেকে যায় জন্মের মতন তবে অনেকটাই তার উপলব্ধি নেবার পরেও পাঠক মনে না শেয়ার করতে পারার দরুণ রুদ্ধকর শ্বাসের উদ্বিগ্ন কোলাহলে ভুগতে থেকে যায় কিন্তু সামগ্রিক ভাবে শান্তি কোনদিন পায় না।।।।।।।। 


অনেকেই ভাবে যে এইভাবে অন্য কারোর টাইমলাইন থেকে পোস্ট তাকে না বলে শেয়ার করে নিলে সে হয়তো ভীষণভাবে মনক্ষুন্ন হয়ে উঠে।।।।।

 তবে আমি যখন কারোর পোস্ট ভীষণ ভালো লাগতো তাকে কমেন্টে শেয়ার করছি লিখেই শেয়ার করে দিতাম সে অনুমতি দেবার আগেই তখন কেউ কেউ বলেছিল যে এইভাবে করা মানে তো তার অনুমতি নেওয়াই হচ্ছেনা সামগ্রিক অর্থে তাই তার হয়তো বিরুদ্ধাচরণ থাকলেও থাকতে পারে কিন্তু আমি মনে করতাম সেই ব্যক্তির সাথে আলাপে ও সংলাপে দীর্ঘসময় ধরে থাকার কারণে তার ব্যাপারে কম বেশি হলেও কিছুটা উপলব্ধি আছে তার মনস্তত্ত্ব সম্পর্কে এক সম্যক ধারণা যে সেও এই এক‌ইভাবে সেই সর্বাঙ্গীণ জাগরণে বিশ্বাসী শুধুমাত্র নিজেরটা কুক্ষিগত করে ধরে রাখার জন্য নয় তাই হয়তো তার সেই বোধের উপর বিশ্বাস ও উন্মুক্ত ভালোবাসায় এক কঠোর আত্মবিশ্বাসের স্পৃহা জেগে উঠতে পারে অতি দ্রুত অনায়াসে তার জন্য কোন বিকল্প প্রমাণ্য দলিলের প্রয়োজন পড়ে না।।।।


অন্যদিকে অনেকে ভাবে এইসব পোস্ট গুলো যত্রতত্র আকছার শেয়ার করার মানে বোঝায় অনেকটা অবলীলাক্রমে নিজস্ব আত্মপ্রচারে রসদ করে আনুষঙ্গিক উপাদানের সহযোগে ধোঁয়া উড়ানো কারণ সেখানে আগুনের উৎস এর সূত্রপাত অনেকটা পরের কাছে গচ্ছিত থাকে অনেকটা বৃথা সময়ের অপচয় ভাবতে শুরু করে দেয় ।।।।।।। 


তাই এইরকম অজ্ঞাতবাসে যেখানে দরজা জানালা  বন্ধ করে শুধু আপাদমস্তক আমার আমার চিৎকার করে চোখের তলায় বার্ধক্য এর দীর্ঘ প্রতীক্ষায় বলিরেখা ফেলে ভুখামিছিলে গাদাগাদি করে অষ্টপ্রহর সুস্থ শরীর ব্যস্ত করে ছোটাছুটির কোন মানে হয় না।।।।।। 

যেখানে বোঝা যায় সেই উক্তির মর্মাথ যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে ন‌ইলে মোদের রাজার সনে মিলবো কী শর্তে।।।।।।।।। 


সামগ্রিক বিকাশ ও জাগরণ তখন সম্ভব যখন এই সঙ্কোচনশীলতায় কুঁকড়ে থাকা শীর্ণ শরীরে গাঁট পড়তে থাকা সংকীর্ণ মানসিকতা নষ্ট হয়ে প্রস্ফুটিত কমলের অর্ঘ্য এ দেবীর আলতা রাঙা পায়ে সমর্পিত হতে পারে।।।।।।। 


তাই এই সেগমেন্ট এর শুরু করা হলো যেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জনের বিভিন্ন আঙ্গিকের নৈপুণ্য এ লিখনের শীৎকারের সৌন্দর্যে ও বোধে আত্মপ্রকাশ ঘটে চলেছে প্রতিনিয়ত চতুর্দিকে তাদের মিলিত সমাবেশের উন্মুক্ত প্রাঙ্গণ দর্পণে।।।।।। 

ফেসবুকের সেই সকলপ্রকার পোস্ট এর মধ্যে যেগুলো যথেষ্ট যুক্তিগ্রাহ্য ও গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত অর্থ কিংবা মনস্তত্ত্ব এর বিশ্লেষণ এ তথ্যসমৃদ্ধ আছে সেগুলোর ক্রমান্বয়ে Screenshots  তুলে ধরা হবে চন্দ্রমুখীর এই এক্সক্লুসিভ সেগমেন্ট এ যেখানে পোস্ট ও শেয়ার যে কোন সময়ে হতে পারে বিনা কোন ধরাবাঁধা নিয়মের লৌকিকতায়।।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন