মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance specially in the segment of a trapped human being cornered


##BK Joy Timeline Post with unique angle of thought and interpretation



সুপ্রীতি বর্মন


Tagline:


Intellectual Spirit mingled Thought can tackle the complicated problem indirectly without hit the targeted object directly.....


##পেরেন্ট টিচার মিটিং এ এক বাচ্ছার বাবা সুন্দরী ম্যাডাম কে খুব মনোযোগ দিয়ে দেখছে!!!!!!!


##ম্যাডাম বললেন, "হ্যাঁ এই মনোযোগটাই আপনাকে আপনার বাচ্ছার প্রতি দিতে হবে"!!!!!!!!!


বাংলায় একটা প্রবাদ আছে হাতে না মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকসময় তাকে হাড়ে হাড়ে জব্দ করতে ভাতে মারতে হয় তাতে সাপ ও মরে আর লাঠিও ভাঙে না!!!!!!!!

একটি নারীর আত্মসম্মান কে সর্বক্ষণ বিষাক্ত নাগের নিঃশ্বাসে ধর্ষিত হয়ে যাবার আশঙ্কায় প্রহর ভেঙেই টিকে থাকতে হয় সে শিক্ষিত হোক বা অশিক্ষিত আর বোধহয় সেই কারণেই বেশ কিছু দুঃশ্চরিত্র লোকের ছুকছুকানির চীর হরণের স্পৃহা উমরে উঠতেই থাকে ক্ষণে ক্ষণে উপযাচকের মতন তার গায়ে পড়ে সময়ে অসময়ে!!!!!!

সেখানে তাকে ছাঁটাই করে গরুর পালের অনধিকার প্রবেশে খোয়াড়ে পাঠিয়ে দেবার মতন মৌখিক খড়্গাঘাতে ভেঙে দুটুকরো করে দেওয়া যায় সেই ক্ষণভঙ্গুর শরীর কে যার ফোকাস সবসময় ঐ ফাটা ডিমের মতন তলতল কুসুমের পায়ে পায়ে এগোনোর উত্তেজনায় পুনঃপৌনিক উচ্চারণে নিয়ম নীতির বাইরে ঝুলন্ত উদ্যানের মায়ায় গুড়ের মধ্যে পিঁপড়ের মতন আটকে থাকে!!!!!


তাই তাকে তার ফোকাসের লক্ষ্য বিন্দু কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার অবশ্যম্ভাবী প্রয়োজন হয়ে পড়ে না হলে সে টালমাটাল পায়ে কেবল ঢুকতেই থাকবে স্বেচ্ছাচারী মননে যেখানে সেখানে নিজের বাপের সম্পত্তি মনে করে সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও ঘৃণ্যজনক এক সংক্রামক ভাইরাসের মতন তাই তার থেকে সময় থাকতে থাকতেই এক স্পর্শযোগ্য দূরত্বে

থাকা উচিত ও কাম্য এবং প্রাসঙ্গিক বলে মনে হয়!!!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Abhinandan Maity Timeline Post with unique angle of thought and interpretation 


##Exact Reality Behind the Cheap Popularity of acquiring a poet habit



সুপ্রীতি বর্মন


Tagline: 


যে কবিতা অসংখ্য মেয়ের ইনবক্সে যায় সেই সবচেয়ে বেশি বিখ্যাত কবি তার তুলনা নেই বা সত্যিই জুড়ি মেলা ভার।।।।।


এখন কথা হচ্ছে যেই আজকাল টাইমলাইন পাচ্ছে সহজলভ্য নেটের জন্য দু এক লাইন লিখে ফেলেই গোঁজামিল করে কবিতার সাক্ষরে কবি হয়ে পরিচিতি পেয়ে যাচ্ছে এমনটাই নাকি শুনতে পেয়েছিলাম জনৈক কোন গুণীজনের কাছ থেকে যে মার্কেটে দাঁড়িয়ে যদি কোন লাঠি ছোঁড়া যায় তাহলে যাকে লাগবে সেই কবি তার মাথাতেই আঘাত করবে ঐ লাঠি ভাবা যায় তার কী অসীম ধৈর্য এর সমীক্ষা এবং দূরদর্শিতা আর সাথে সাথে বিভিন্ন রকমের পত্রিকায় তার লেখার প্রকাশ সেখানে দু একটা পুরস্কার বা সম্মান হাসিল করার পরেই তার আর মাটিতে কিছুতেই পা পড়ছে না সে হয়ে গেছে উড়ো সংলাপ চিঠির দূত উড়ন্ত পক্ষীরাজ সকলের ধরা ছোঁয়ার বাইরে এই যেমন ঐ পাড়ার ঝর্ণা তবে সেটা করা তার অন্যায় নয় তবে পথভ্রষ্ট হয়ে না বুঝে করে যেতে থাকা অনেক সময় তার চরম অপরিণামদর্শীতার সাক্ষর হতে পারে যা তার দুর্দশা ও অবসাদগ্রস্থ চিত্তের কারণ হতে পারে।।।।। 


অন্যদিকে কিছু এমন ব্যক্তি আছেন যারা সম্পূর্ণ রূপে নগ্নদশা মানে উলঙ্গ দশার কাম ও ভোগ লালসা কে চরিতার্থ করতে ফেসবুকে আসে বা সাহিত্য চর্চায় কবিতা কে মাধ্যম হিসাবে গ্রহণ করে সেই অভীপ্সা কে পূরণ করতেই বেশি তাদের মন চায়।।।।।। 


কিছু একটা ভাইরাল হ‌ওয়া ভিডিও তে শুনেছিলাম যে একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত প্রফেসর যখন কলেজের ঐ অল্প বয়সী মেয়ের চক্করে সম্পূর্ণ রূপে দুশ্চরিত্র আখ্যায় ফেঁসে যায় তখন তার স্ত্রী বলে উঠে কে জানে বাবা সবসময় ওনার হোয়াটস আপে কবিতা পাঠানো চলছে নিজের থেকে কমবয়সী বাচ্ছা মেয়েগুলোর সাথে খালি দিনরাত ফোনের মধ্যে গুঁজে থেকে ফস্টিনস্টি করে চলেছে আর চারিত্রিক দুর্বলতায় খালি সময় সুযোগে পিছলে পড়া স্বভাব ওর থেকে গেছে তাই জানি না এইসব লোকগুলো কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত আর না হলে এইসব হাড়বজ্জাত লোকগুলো কে বেধড়কা মার দেওয়া উচিত ভালো করে তবেই এদের জব্দ করা যাবে এছাড়া কোন উপায় নেই ।।।।। 

তখন ভাবি কেমন না কবিতা হলো একটা নষ্টামো করার জায়গা সেটাই সকলে উপর থেকে দেখে বিচার করে ভেবে নেয় কিংবা ভেবে নেয় একটা চরম মাধ্যম যার ভিতরের কমফর্ট জোন কে ব্যবহার করে অশ্লীল ভাবে কাম কে ভোগের উপকরণ করে ফেলা যায় সহজেই আর কেউ সেটা জানতে বা বুঝতে পারে না আসলে সেটা হয় কারণ অনেকেই প্রেমের ও কবিতার সমর্পণের আঙ্গিক ও ভাব বোঝে না শুধু তার উৎসারিত ফলশ্রুতি কেই আঁকড়ে ধরে রেখে আপ্রাণ চেষ্টায় বাঁচতে চায় তাকে আশ্রয় করে আর কিছুজন সেটা কে উপর থেকে মূল্যায়ন করে তার আগাপাস্তলা ছিঁড়ে শুধু বিদ্রূপাত্মক কমেন্ট করতেই ভালোবাসে উপর উপর বাহ্যিক দশায় থেকে।।।।।।। 


অন্যদিকে কেউ কেউ আছেন যারা ভাবেন কবিতা দিয়ে ইমপ্রেস করে কাউকে তার প্রেমে ফেলা যাবে আর সে ফিদা হয়ে যাবে তার উপর তাই কোন কারণে কোন মেয়ের রূপ যৌবন ও সৌন্দর্যে মোহিত হলেই সে তার ইনবক্সে কবিতা পাঠাতে শুরু করে দেয় অনেকটা শুভস্য শীঘ্রম এর মতন ভাবা যায় সদ্য সদ্য গজিয়ে উঠা প্রেমিকের কার্যকরী পদক্ষেপ কিংবা আত্মপরিচয় তবে সেটা অবশ্যই সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।।।।।





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out in a Ridiculous Thought or Mockery to crack the hurdles of ins and outs by getting dried without any penetration of juicy temptation


##গোপাল ভাঁড় গ্রুপের পোস্ট ‌‌‌with unique angle of thought and interpretation


সুপ্রীতি বর্মন


Tagline:


এ দেশে মাছ শুকাইলে শুটকি


##এই মাছের শুষ্ক রুক্ষ বোধে দুর্গন্ধ জাগে উথলি পাথারে জিহ্বার আস্বাদনে ও ঘ্রাণে তবে অভ্যাসে তা বিলিয়ে যায় পারিপার্শ্বিক নিত্য যাপনে!!!!


ফল শুকাইলে আচার 


##এই শুষ্ক ও রুক্ষ বোধে খুব বেশি করে মশালার সাজ সরঞ্জাম এ মজে যাবার ভোগের সুযোগ থাকে অনেক বেশি চটকদার প্রলোভনে তাই জিহ্বায় গড়িয়ে আসে জল সুগন্ধির মন্ত্রমুগ্ধ আঘ্রাণে!!!!!


মেয়েরা শুকাইলে স্মার্ট .


##রসালো গোলগাল আলুথালু বেগুন এর ভর্তা হবার চেয়ে অনেকে আপ্রাণ চেষ্টায় না খেয়ে দেয়ে ডায়েট চার্টের লম্বা সর্পিলাকৃতির শুষ্ক রুক্ষ উষর বোধে স্টাইলিশ দেখানোর চক্করে নিজেকে পিটিয়ে পিটিয়ে হাড়পিংলা করে গড়ে তোলে যাতে করে মোহময়ী দৃষ্টি আকর্ষণ কারী হয়ে উঠতে পারে কেন্দ্রীয় চরিত্র হয়ে সকলের সমাবেশে!!!!!! 


আর ছেলেরা শুকাইলে গাঁজাখোর .


##অন্যদিকে ছেলেরা স্টাইল দেখাতেই হোক বা নিজের নেশার ঘোরের ঝোঁক কিংবা প্রবণতা থেকে শুরু করে দেয় গাঁজা খাওয়ার অভ্যাস যাতে অনেকসময় লুকিয়ে থাকে তার তালগোল পাকানো ঘেঁটে ঘ এর স্পৃহা পালিয়ে যাবার তাগিদ পিছুটান ছেড়ে!!!!!!!


সে সমানে পালায় সুযোগের অবকাশে আর তার অন্তরের আকাশে অবসাদের ধুম্রলোচন মেঘের ঘনঘটা বিষণ্ণ মনমরা আঙ্গিকে ধোঁয়ার কুন্ডলীকৃত সর্পের হলাহলের জাগরণে এবং ঐচ্ছিক পেশীর টান মন্দগতি লয় গড়ে তোলে তবুও হৃদয় সরসী গাঁজা বা নেশার চুরুটে ক্ষণিকের আভিজাত্য এর যাপন শ্লোক পাঠ শরীরী অভ্যাসের পুরাণ হয়ে রয়ে যায় সে শত চেষ্টা করেও সেটা ছেড়ে থাকতে পারে না !!!!!!!!!


অন্তঃসারশূন্যতার ইঙ্গিত স্টাইলের অন্তরালে কিংবা বিলাসিতার উচ্ছন্নে অভ্যাসে লুকিয়ে থাকে!!!!!!

শরীর মন পুড়ে পুড়ে ছাই হয়ে যায় শুধু আত্মার নির্গমন কিংবা নিষ্কৃতি পাওয়ার লোভে ঐ মুক্তির আকাশে!!!!!!!!

অভাব এলেও তাই বোঝা যায় না তোকে সঙ্গে করে ধরে বেঁধে রেখে মজে গিয়ে পিরিতি করে থেকে গিয়ে তোর সাথে কারণ তোর ঘরে বসত করে কয়জনা মন জানো না!!!!!!!!!!


শুকনো লঙ্কার ঝাঁঝ আর তেজ দুটোই বেশি আর শুকনো মাল যতো ঝরঝরে ও খরখরে হয় তত বেশিদিন টিকে থাকে যেখানে আলুথালু রসালো জিনিস খুব সহজেই আর তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যেই পচে গলে একসা হয়ে যায় বেশিদিন টেকে না!!!!!!!


যত বেশি শুকনো তেই নিরেট প্রাণ এর জীবাশ্ম জেগে থাকে কিন্তু রসালো তে উত্থিত প্রাণ ডুবডুব দৃষ্টিকোণে জেগে উঠলেও সেটা টেকে না দীর্ঘস্থায়ী চরণে কারণ ঐ টিকে থাকার নিষ্প্রাণ আঁটোসাটো জিদ ও ধৈর্যের সংযমী যাপন এর অভ্যাস ও যন্ত্রণায় সিসৃক্ষা থাকে না তাই হয়তো কথায় বলে যে খেয়েই বেশি লোক মরে কিন্তু শুকিয়ে থাকলে কোন রোগ সহজে শরীরে বাসা বাঁধতে পারে না!!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##MD Ataullah Timeline Post with unique angle of thought and interpretation


##Cursed Reality Behind the Transformation of a Character 


সুপ্রীতি বর্মন 


Tagline:


বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে চতুর্দিক থেকে লেলিহান অগ্নিশিখার মতন ভয়াল ভীষণ ক্রোধে ও আক্রোশের চক্রবূহ্যে সে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে আর অনেকটাই দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ঘরকুণো কোনঠাসা হয়ে সঙ্কোচনশীলতায় ভুগতে থাকে সে পরিণামে তার মধ্যে কাপুরুষ সত্তা ও পালিয়ে যাবার স্পৃহা জেগে উঠে ভীষণ ভাবে যেটা সকলে ও একটু লাজুক বেশি ও নম্র ধীর স্থির শান্ত বলে আখ্যা দেয় সঠিকভাবে তাকে উপলব্ধি করতে না পেরে !!!!!!


আবার কলঙ্কের মাঝে সে বেঁচে থাকলে  অনেকটা কর্পূর এর মতন ধিকি ধিকি আগুনের জিইয়ে রাখা কাঠির মতন শুকিয়ে মরে মরে চরম হীনম্মন্যতায় ভুগে অপরাধবোধের প্রবণতা জাগে তার মধ্যে আর বুকের মধ্যে উঠতে থাকে না বলতে পারার অপ্রকাশ্য যন্ত্রণা অনেকটা নরকের মতন ফলে চরম অনিশ্চয়তার ঝড়ে তার অস্তিত্ব উন্নীত শিরে দাঁড়াবার মতন স্পর্ধা হারিয়ে গুড়িয়ে যায়!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##মলয় রায় চৌধুরীর Timeline Post with unique angle of thought and interpretation


##Coventional Habituated State of People for the sake of Protest in the name of writings 


((Without Any type of Personal attack against anyone's interest ))


সুপ্রীতি বর্মন 


প্রথম নির্বাচন থেকেই দেখে আসছি আর দেখে চলেছি আর দেখতে দেখতে এইরকম ভাবেই একদিন কেটে পড়বো,,,,,,

আপনারা র‌‌ইলেন গপপো উপন্যাস লিখবেন আর নেতারা র‌‌ইলেন,,,,,,


দেখতে দেখতে নিষিদ্ধ প্রাচীরের আড়ালে থাকা বদ্ধ জীবের ন্যায় নীরব দর্শকের মতন থাকাই অনেকটা সন্তর্পণে গুটিয়ে থাকা শামুক মনুষ্য জীবনের শ্রেষ্ঠ আশ্রয় বলে অনুমান করা হয় তার থেকে নিশ্চিত আশ্রয় আর কিছু হতে পারে না আর তারপর সুযোগ সুবিধা মতন একদিন সরে পড়লেই সকল প্রকার ল্যাটা চুকে যায়!!!!!


মনেতে যদিও কিন্তু কিন্তু ভাব থাকে তবুও তার সম্প্রসারণ কতিপয় মনুষ্য গপপো উপন্যাস লিখে ক্ষান্ত হয়ে যায় তাতেই তার সংক্ষিপ্ত সীমিত পরিসরে মুক্তি ঘটে ব্যাস ঐ আর কী!!!!!! 


ভোটের আগে নেতাদের মিটিং মিছিলের জমায়েত এর ভিড়ে জমজমাট পথ প্রদর্শনে মুখ বুজে চলতে থাকা শামুক মনুষ্য জীবন এর পদদলিত মিছিলের স্লোগানে দলাইমালাই শীর্ণকায় অস্তিত্ব এর হলাহল উঠে আসে তবুও উঠানামার পর্যায় সারণীর ক্রমে বর্ণান্ধ জ্যোতি ফরফর করে জোনাকির পুচ্ছদেশে ক্ষণিকের বিচ্যুতি ঘটায় ক্ষমতার প্রদর্শনে তবুও তার মৃত্যু বোকাবাক্সে বন্দী হয়েই থেকে যায় সম্পূর্ণরূপে সমগ্র সময় জুড়ে!!!!!!


মাথা কে অনুসরণ করতে করতে আর তার পেছনে গড্ডলিকা প্রবাহের মতন অন্ধ হয়ে ছুটতে ছুটতে অভিভাবকের প্রহসনে ও প্রলোভনের দ্বিচারিতায় অন্ধ হয়ে স্কন্ধকাটা দৈত্য এর মতন হুটোপুটি গড়াগড়ি খেতে থেকে মানুষ শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থেকে যায় লক্ষ্যহীন ভাবে সম্পূর্ণ রূপে আর সেইভাবে ক্রমে ক্রমে একদিন তারা উদ্বাস্তু হয়ে পড়ে হারিয়ে যায় চিরতরে কালগর্ভে!!!!! 


তার‌ই মধ্যে বিভিন্ন আঙ্গিকে সেইসব ছড়াছবি তে প্রকাশিত কথাকলি মুখরিত রূপান্তরকামী গল্প উপন্যাস সমগ্র এ ধূলি ধূসরিত কায়ায় কল্পনা বাস্তব হয়ে মুখ গুঁজে থেকে যায় কখন সত্যিকারে রূপ পাবে বলে??????


আর ঐদিকে তখন পূর্বরাগের সুরে রহস্য এর ইন্দ্রজালে নেতৃত্বের শিলান্যাসের ভাষণ মাথামোটা চ‌ওড়া জগদ্দল মোড়া রাস্তায় শুকনো ঝরা পাতার মতন মরিচের ঝাঁঝে উড়তে থাকে দিশা না পেয়ে শীর্ণকায় শরীরে ''জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা" ঐক্যবদ্ধ মন্ত্রে দিকে দিকে সমবেত কণ্ঠে উচ্চারিত হবার আশায়!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 



"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##সৈকতের Timeline Post with unique angle of thought and interpretation 


##Expectation Matters as People want only Results 


সুপ্রীতি বর্মন


##Tagline তোদের ভয়ংকর শাস্তি হবে বলে দিলাম কিন্তু আগে থেকেই একদিন না একদিন সেদিন বুঝবি আমাকে হাড়ে হাড়ে 


##বলেছিলাম শিবরাত্রির দিন জল কম করে ঢালবি আমার মাথায় কিন্তু তোরা কেউ সেদিন আমার কথা শুনলি না 


##আজকে ঠান্ডা লাগিয়ে দিলি হেঁচে কেশে ঘেঁটে ঘ উদরপিন্ডি বুঁদোর ঘাড়ে সবটাই গুরুচণ্ডালী সর্পদোষে আমার বেহাল পরিভাষা যেখানে লুকিয়ে আছে ভুঁড়ি ভুঁড়ি ভুঁইফোড় তোদের অভিসন্ধি শুধু তোরা নিজেদের আখের গোছাতে যে সীমা অবধি অতিক্রম করতে হয় করে যাস খালি আর আমার কথা এতটুকু চিন্তা করিস না!!!! নিজেদের ধান্ধাকে কেন্দ্র করে চিন্তাসূত্র এর চক্রবূহ্য তৈরি করে যাস খালি সময় সুযোগে যেখানে আমার অস্তিত্ব অনেকটা ভগ্নাংশ এর মতন ক্ষীণকায় চন্দ্রমায় লুকায় শুধু উপরিউপর বাহ্যিক সৌন্দর্য এ বাকি সবটাই তো অন্তঃসারশূন্য কাঙালি হয়ে ছাইভস্ম মাখা শরীরে শ্মশানে ঘুরে ফিরে বেড়াই আমার নিদির্ষ্ট অবস্থান ছেড়ে শুধু নিরুদ্দেশ এক পথিকের আত্মপরিচয়ের খোঁজে তার কৃচ্ছ্রসাধনের ঘোর অন্ধকারে !!!!!!




বুধবার, ১৯ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Rafiqul Islam Timeline Post with unique angle of thought and Interpretation 


##Depth of hollowness and Anxiety 



সুপ্রীতি বর্মন


Tagline: 


##Depression is that type of fatal disease that is like an epidemic viral contagious state of mind even in the silent anxiety condition with the intention of sucidial attempt frequently 


##Depression is the most complicated word to explain and also to understand its depth of hollowness 


##It eats you up slowly to such an extent and you can not stop the throbbing pain into your mental sphere


Depression is the most complicated word for common human being because they often are being defeated by their cruel destiny and circumstances and they are however compelled by their worst situation to commit suicide.... 


Most of the persons are going deeper and deeper for their mental disbursement like hell which is called in common language depression... 

In this solitary confinement he or she is suffering from mental agony and anxiety without any restriction from his or her indomitable spirit..... 

This depression is like a living death state of mind and it gradually eats you up until you have left everything to accept your last breath.....


দুশ্চিন্তার ঊর্ণনাভ জালে আটকে জড়িয়ে এমন এক মকর সংক্রান্তির মড়ক দশা শিয়রে সংক্রান্তি হাঁকিয়ে এমন এক কঠিন চক্রবূহ্য দশা যেখানে তোমার অন্তঃসারশূন্য হাড়কঙ্কাল গুঁজে থেকে যায় চিরকালীন জরা ও ঐ অনেকটা বার্ধক্য দশার নিষ্প্রাণ গতিহীন গ্রন্থি যা শুধু খোকলা হয়ে গহ্বর সৃষ্টি করে অকালমৃত্যু খাদের যেখানে শুধু তোমার অন্তরাত্মা কুঁকড়ে থেকে যায় চক্ষু চড়কগাছে অন্ধ দৃষ্টি কিন্তু চৈতন্য উদাসীন আত্মগ্লানির চীর হরণে আর ভয় শূন্য হতে পারে না শুধু সেই অবসাদে কৌণিক গহ্বরের বিন্দু হয়ে থেকে যায় অপঘাতে নিজেকে শেষ করে দেবার চূড়ান্ত মোহে ও ইচ্ছায়।।





শুভ অক্ষয় তৃতীয়া


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"



Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation 


##Complicated State of Curse and Blessings 



সুপ্রীতি বর্মন


প্রত্যেকেই হয়ত হাড়ে হাড়ে টের পায় কারণ তাদের হাড় মাস ও মজ্জা একেবারে রগড়ে গেছে কাউকে কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টায় থাকতে গিয়ে আর প্রতিদানে তাকে শুনতে হয়েছে যে বেশি জ্ঞান দিস না তো!!!!!

লেকচার মারছে কথায় কথায় এদিকে সংসারে না হোমে না যজ্ঞে লাগে!!!!!! 

লজ্জাও লাগে না!!!!! 


মলিয়ামেট ক্ষণভঙ্গুর হয়ে উঠতে লাগে কালক্রমে এই দশায় অস্তিত্ব কারণ বাদুড়ঝোলা কর্ণপটহে ধরেছে তালা আর হয়েছে ঝালাপালা যতো অকালকুষ্মান্ড এর দল যারা অতিরিক্ত বুঝতে গিয়ে আর অতিরিক্ত জানি এই অল্প বিদ্যা ভয়ংকরী অবস্থানে গেঁড়ে বসে থাকার চক্করে কেউ শালা কানে কোন কথাই তুলতেই চায় না আর বেশিরভাগ ক্ষেত্রেই কান শুনতে ধান শুনে ফেলে আর সাততাড়াতাড়ি হঠকারিতা করে ঝাঁপায় তোমার মানসিক ধর্ষণে আর তারপর তাকে বোঝাতে গিয়ে তোমার মস্তিষ্ক ক্ষয়ে যেতে থাকে আর কন্ঠ শুকিয়ে কাঠ হয়ে যায় অগাধ তৃষ্ণা যেন জল নেই মরুভূমির ধূসর প্রান্তর মরীচীকা!!!!!

একটু বুঝছে এরকম যেই ভেবেছো সেই উল্টে যায় তোমার দেওয়া পাশার চাল তখন পুনর্বাসনের অবশ্যম্ভাবী প্রয়োজন না হলে তোমার সঙ্গদোষে তোমাকে সহ্য করতে না চেয়ে বা না পেরে অজ্ঞাতবাসে কালসর্পযোগ দশায় অন্ধকারে অজ্ঞানতায় চলে গিয়ে সে আত্মহননের পথ শিরোধার্য করে নেয় নিজের ইচ্ছা হলেই যেন মগের মুল্লুক আর তুমি ঠেকা নিয়ে রেখে দিয়েছো সেই সকল মানুষের কর্মেন্দ্রিয় সজাগ করে তোলার জন্য নিজের বোধ বুদ্ধি লাগিয়ে দিন রাত এক করে পরিশ্রম করে গিয়ে।।।।।।। 


এমন অনেক মানুষ আছে যাদের একটু বোঝাতে গেলেই বিপদ অনেকটা দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতন সেখানে তোমার অতিরিক্ত জ্ঞান বিলিয়ে যেতে থেকে শুধু তুমিই বেকার বেকার অসাড়ের তর্জন ও গর্জনে জলে ফেলে দেবে তোমার যাবতীয় পরিশ্রম নিজের অলক্ষ্যে কিংবা অনেকটা উলুবনে মুক্তো ছড়ানোর মতন তখন তোমাকে কাঙাল হতে মনের দিক থেকে আর কেউ আটকাতে পারবে না কারণ সেই প্রসঙ্গে তোমার কিছু বোঝাতে যাওয়া তখন বোঝ হয়ে যাবে।।।।।। 


তাই এই পোস্ট এর আত্মসমালোচনা করে আমি একটা কথা পোস্টর্মটেম এর ক্লাইমাক্স উক্তি হিসাবে বলতে চাই তোমাকে যে ঈশ্বর যা দিয়েছে সেটা নিজের মনেতেই রাখো আর কাউকে জাহির করে হেঁকে ডেকে ধরে বেঁধে কিছু জোর করে বোঝানোর কোন প্রয়োজন নেই কারণ মানুষ ঠিক ততটাই বুঝতে পারে যতটা সে তার নিজস্ব দৃষ্টিকোণ নিয়ে গ্রহণ করে বুঝতে চায় মন প্রাণ দিয়ে তাছাড়া তার অতিরিক্ত আর কোন কিছুই তার মগজে ঢোকে না সে যত‌ই তুমি ঘন্টার পর ঘন্টা কালঘাম ছুটিয়ে তার পিছনে পরিশ্রম করে যাও!!!!! আমাদের তাতে কিছুই করার নেই!!!!!

তবে যদি সেই মানুষ নিজে থেকেই চেষ্টা করে সে রাস্তা পায় তোমার না বোঝানো তেই কিংবা কোন এক্সট্রা কিছু না করেই শুধু নিজে থেকেই তাহলে সেটাই সবচেয়ে উত্তম কথা হবে আর যদি সেই অবকাশ ও ফাঁক না থাকে তার ক্ষেত্রে কিংবা কোনভাবে বুঝে ফেলার ক্ষমতা ঊহ্য থাকে তার তাহলে শত চেষ্টা করে যাও সবটাই সেখানে ভস্মে ঘি ঢালার মতন হয়ে যাবে তাই সময় নষ্ট না করাই উচিত কাউকে কিছু বোঝানোর প্রসঙ্গে!!!!!!

যার যেটা বোঝার যতটা গ্রহণ করার ক্ষমতা সেটা ঠিক ততটাই থাকবে যতক্ষণ না সে নিজে থেকে চেষ্টা না করে বুঝতে বা সেই বুঝে যাবার ক্ষমতা বাড়াতে চাইবে বা পারতে সক্ষম হবে তাই সেই প্রসঙ্গে তুমি জোর করে বাইরে থেকে বা উপর থেকে বাহ্যিক কিছু দিয়ে তাকে বোঝাতে পারবে না কারণ সে সেটা নিতে পারবে না নিজের পরিধির বাইরে আর এটাই ধ্রুব অলঙ্ঘনীয় সত্য কথা!!!!!





মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with Interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance specially in the segment of a trapped human being cornered 


##Koushik Chowdhury Timeline Post with unique angle of thought and Interpretation 



সুপ্রীতি বর্মন



Tagline:


সময় থাকতে নিজেকে গুছিয়ে নেওয়া উচিত!!!!!! 


না হলে সময় বা কারোর গুঁতোয় সর্বক্ষণ নিজেকে গুটিয়ে নিতে হয়!!!!!!! 


হঠাৎ পাওয়া কষ্ট বেশি করে অনুভূত হয়!!!!!



সময় এর চক্র আদি অনন্ত কাল ধরে চলতেই থাকে যার প্রবাহ কে কেউ ধরে বেঁধে নিজের মতন করে সংরক্ষণ করে আটকে রাখতে পারে না তাই সময় থাকতে থাকতেই সেই সময় কে রক্ষণশীল হয়ে আগলে নিজেকে গুছিয়ে নিতে না পারলে বা চাইলে সেটা অনেকটা অযৌক্তিক অকর্মণ্যতার অহর্নিশি ডুবসাগরে পিচ্ছিল হয়ে চিরকালের মতন হারিয়ে যায় আমাদের হাত থেকে তখন সেই সময় কে ফেরানোর চূড়ান্ত চাগাড় দেওয়া ক্ষুধা থাকলেও আর কোন উপায় থাকে না আমাদের!!!!!!!!



হাপিত্যেশ করে আকাশপানে চেয়ে সপ্তর্ষি মন্ডলের জিজ্ঞাসা চিহ্ন এর চক্রবূহ্য ঝুলতে থাকে তোমাকে হাপর টানতে থাকা দীর্ঘশ্বাসে হাড়কঙ্কালসার করে ঝুলিয়ে অনেকটা দেখানোর মতন উপর থেকে কিন্তু ভিতর থেকে ফাঁকা ঝাড় লন্ঠনের আওয়াজে এক মর্মান্তিক যন্ত্রণার শিকার করে যে তুমি আপ্রাণ চেষ্টা করলেও সেখান থেকে মুক্তি পেতে পারো না!!!!!!!!! 



এই উপজীব্য বিষয়ে মনুষ্য জাত যে কতটা বেশি অন্ধকার গ্রাস করে এক অসূর্যম্পশ্যার মতন ঘড়ির কাঁটা গুলো কে কড়মড় করে চিবিয়ে খেতে উদগ্রীব হয়ে উঠে তার পরিমাণ অনির্ধারিত ও অনির্বচনীয়!!!!

সেই পরিণাম পুঞ্জীভূত ক্ষোভের প্রবাহ রূপে থেকে যায় সকলের নাগালের বাইরে!!!!!! 


সেই অকালে জলে পড়ে যাওয়া কিংবা বানের জলে অনেকটা ভেসে যাওয়া নিথর শরীর শুধু একটু সম্বিৎ ফিরে পেয়ে জেগে উঠতে চায় কিন্তু বিকলাঙ্গ সময়ে শ্যাওলার অবসাদে গুটিয়ে পড়া শামুক মনুষ্য জীবন যে কতখানি গুঁতো সহ্য করে ঘরের কোণে মুখ থুবড়ে পড়ে অযাচিত আগন্তুক এর মতন কিংবা কাঙালের গোগ্রাসে পরজীবী হয়ে উঠে সর্বক্ষণ বৃশ্চিক দংশনে তা পরিমাপ করা যায় না!!!!!

তার অনেক আগেই তার পার্থিব শরীর পগার পার হয়ে চলে যেতে চায় সবকিছু ছেড়ে দিয়ে জন্মের মতন যাতে করে কেউ আর তাকে আটকে রাখতে না পারে!!!!!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"



Slideshow


By Chandramukhi 



##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out in a Ridiculous Thought or Mockery to crack the hurdle of Ins and Outs of getting married 


##Giasuddin Shuvo এর Timeline Post with unique angle of thought and Interpretation 



সুপ্রীতি বর্মন



Tagline:


অফিসে বসে জামাই ফেসবুকে লিখলো মন চায় পাখি হয়ে উড়ে যাই ঐ নীল গগনে!!!!!


সাথে সাথেই বৌয়ের কমেন্ট খানি যখন পড়বে পা পৃথিবীর বুকে মাছ আর শুটকি নিয়ে এসো নিজ ভবনে!!!!!!!



##Practical life enforces you to lead a life without any refreshing moment of inhale and exhale.....



##Rather than salvation here is stereotyped state of mind to cage your free spirit not to break the protocol but to carry on with the fixed ingredients of life circle..... 


##Imaginary Life adores you to lead a smooth life with so much love like a smoke as after effect of burning the obstacles to set you free above all boundaries.....


##It gives you the comfort zone where you can reside without any obligation only for yourself that is the priority above everything.....





শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"



Slideshow


By Chandramukhi 



##Straight Forward Reality merged with Interpretation


##Clear Cut Way Out in a Ridiculous Thought or Mockery to crack the hurdle of ins and outs of getting understood clearly without any allegation 


##ব্রজবাসী জয়দেব এর Timeline Post with unique angle of thought and Interpretation 


##Sarcastic Reality and Hardcore extreme State of Mind for Acceptance of Reality



সুপ্রীতি বর্মন


Tagline:


মেয়েরা সং সেজে করিলে ঢঙ হয় সেটা ফ্যাশান!!!!!!!


ছেলেরা সং সেজে ঢঙ করলে শুধুই কনফিউশন!!!!!!!!


Imposition of manhood in a woman  signifies the Tom Boy Rough Tough Spirit to break the rule and manner of the stereotyped thought of the society...... 


Imposition of womanhood in a man signifies the Hermaphrodite to live with the soul of a woman in a gesture and posture with heavy attire or jewelleries to establish the entity as a mockery in the so called society but with the indomitable spirit .....





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with Interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Tridip Biswas Timeline Post with unique angle of thought and Interpretation 


##Sarcastic Reality Of Goody Goody Image of a Girl



সুপ্রীতি বর্মন


##Tagline


"কতিপয় দুহিতা রে হে বঙ্গ জননী 

রেখেছো মামনি করে রমণী করো নি"



আহ্লাদী গড়াগড়ি লাট খাওয়া মামনিরা মায়ের তৈরি বাড়া ভাত খেয়ে বসে থাকে উবু হয়ে অভিসন্ধি নিয়ে স্বপ্নে দেখা রাজপুত্র আসবে কবে ঘোড়ায় চড়ে,,,,,,

ঘাড়ে তার বসে কাঁঠাল ভেঙে খাওয়া যাবে সারাজীবন ধরে নিজের নিষ্ক্রিয় সত্তায় কেবলমাত্র শিলমোহর এর ছাপ আগামী প্রজন্ম দিন প্রতিদিন কালরাত্রির শোক ছাড়াই পিন্ডি গিলে আইবুড়ো উচ্ছন্নে উচ্ছ্বসিত অকালকুষ্মান্ড আকাশ কুসুম পোয়াতি জরাজীর্ণ প্রসব সেখানে রমণী যার সিকাভাগ নেই লক্ষণ তার মধ্যে,,,,,

তবে তা সীমাবদ্ধ থাকে কেবলমাত্র কিছু অংশে যেখানে বিবাহ কে প্রাধান্য দেওয়া হয় সর্বাগ্রে তবে বেশিরভাগ সেটা প্রায়োগিক কৌশলের দিক থেকে থাকে সম্পূর্ণ মনস্তত্ত্ব কেন্দ্র করে নয় কারণ আধুনিক যুগে মেয়েরা স্বাবলম্বী হয়ে তবেই বিয়ের পিঁড়ি তে বসতে যায় তবে এই প্রসঙ্গ চিরাচরিত অধ্যায়ে একরকম এবং অমলিন থেকে যায় সেটাই সত্য।।।।।। 



শুধু তোমার তুমি সোহাগি হয়ে যত্রতত্র ফুলের ঘায়ে মূর্চ্ছা যাওয়া কিশোরী ভদরচোদর ফুটকলাই মামনি হয়ে থেকে যাও হাবেভাবে।।। সে বড়ো বেশি গর্জায় কারণ বর্ষণের জন্য নেই কোন খিল ছাড়া উন্মুক্ত মেঘলা আকাশ সেখানে শুধুই মেনে চলা চোখ রাঙানো সূর্যরাঙা উষার কলকাকলি জেগে উঠে ঘুম ভেঙে উঠতে না উঠতেই।।।। 



তাই স্বয়ংক্রিয় প্রতিভায় আর সত্তা জাগে না কোনদিন কঠোর আত্মপ্রত্যয় ও পরিশ্রমে যে তাকেও একদিন সেই চৌকাঠ ডিঙিয়ে মধ্যচ্ছদা বিদীর্ণ করে হতে হবে রমণী আর সেটা হাবেভাবে শুধু নয় রূঢ় বাস্তবের প্রেক্ষাপটে হয়ে থেকে যেতে হবে একদিন।।।।

এই বোধ না জাগার একটাই কারণ সেই সকল মামনির অপরিণত মনস্তত্ত্ব এবং প্রচ্ছদে শুধু উদগ্র কামনা বিবাহ কে কেন্দ্র করে আর কোনভাবে হয়ত বিবাহের আসল সারসংক্ষেপ সত্য তাদের অন্ধ‌ অবুঝ অল্পস্বল্প অভ্যাসে অপরিপক্ব মস্তিষ্ক এ গুঁজে থেকে যায় সঠিক দৃষ্টিকোণ জাগতে পারে না তাই সবকিছু তাদের কাছে সহজলভ্য বলে মনে হয় বিনা কোন পরিশ্রমে ও অস্তিত্বের কায়মনোবাক্যে সমর্পণ ছাড়া।।।।

 তাই যত তাড়াতাড়ি তাদের ঘুম ভাঙে তত বেশি মঙ্গল না হলে শিয়রে সংক্রান্তি হয়ে জগদ্দল পাথরের ভারের বহনে তাদের সম্মুখে থাকা খাদে পড়ে যেতে আর কেউ তাকে আটকাতে পারবে না কারণ মুখ থুবড়ে পড়ে যাওয়াই তাদের অপরিণামদর্শী উপলব্ধির পরিণাম।।।।।।। 

যেটা শুধু তার জন্য অপেক্ষায় রয়েছে।।।।। 







শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow

By Chandramukhi 

##Straight Forward Reality merged with Interpretation

##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 

##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation 

##Sarcastic Reality of Glamour and Beauty with Show Off Status


সুপ্রীতি বর্মন



প্রথম প্রথম শাড়ি পড়লেই কোন মেয়ের প্রথম প্রথম যে অনুভূতি আসে তা হলো পরের ঘরে তোমাকে যেতে হবে তাই এখন থেকেই অভ্যাস করে নাও আর মামনি বা খুকুমণি হয়ে থেকো না এসব কিছু তোমাকে একদম সাজায় না এখন থেকে।।।।।। 
        অন্যদিকে কিছু অষ্টরম্ভা অষ্টাদশী আছে লিপস্টিক মার্কা নেকি তারা ঘটা করে আঁচল প্রসারিত করে নারীত্ব মাড়িয়ে ঢলিয়ে আর বক্ষকোলাজের ভাঁজে ডিজাইনার ব্লাউজ হাঁকিয়ে বোঝায় যে সে অপরূপ তন্বী ভাস্কর্য যার শিলান্যাস সঙ্গমে যে কোন ছেলে ডুবে যেতে বাধ্য তার নেশা ও সৌন্দর্যের ঘোরে।।।। তাই আপ্রাণ চেষ্টা করলেও এই কলসপত্রীর সম্মোহনী শক্তি থেকে তখন যেন ইচ্ছা করলেও কেউ মুক্তি পাবে না।।।।।। 
তবে সেটাকে কেন্দ্রবিন্দু করে বিতর্কিত প্রসঙ্গে অনেকেই ব্যঙ্গ কিংবা প্রহসনে উপহাস বা বিদ্রূপ করে সমাজের অধঃপতনের উৎস করে যদিও তার জন্য তাদের কোনভাবে দোষ দেওয়া যায় না কারণ এই প্রসঙ্গে যদি কিছু প্রধান আলোচ্য বিষয় হয় তা হলো দৃষ্টিভঙ্গি সেই প্রসঙ্গ কে দেখার।।।।।। 


আবার কিছু মেয়ে শাড়ি পড়ে এসো মা লক্ষ্মীর পয়মন্তর গুটি গুটি পায়ের ছলে 
জল কে চলো রাই শ্যামের ঘরে এই প্রবাদের ক্লেচ্ছা তারা একদম চায় না গ্রহণ করে নিতে মনে প্রাণে কারণ যত‌ই হোক ভদ্রলোকের কাপড়চোপড়ে শান্তশিষ্ট মেয়ে বলে কথা এইসব ভাবলে তাদের ভীষণ ভাবে জাত যায়।।।। ছি ছি এইসব কথা তাদের মুখে আনাও পাপ তাই তাদের একদম মানায় না।।।।।। 


অন্যদিকে কিছু Occasional and Festive Grandeur Celebration Girl  দেশী গার্ল আছে যারা ঐসব ডিজাইনার শাড়ি অতিরিক্ত দায় দিয়ে ঘটা করে কেনে মাত্র কয়েকদিনের জন্য নিজেকে সাজাবে বলে আধুনিক ঘরানায় জাঁকজমক ভাবে এই ধরুন সরস্বতী পুজো কিংবা কলেজের সোশ্যাল কিংবা দুর্গাপুজোর জন্য ।।।।। 
তারা নিজেদের কে উড়ন্ত প্রজাপতি ভাবে কেমন যেন উড়ো চিঠি সংলাপ আর রঙিন নেশা লাগিলো রে বাঁকা ভুরুর গায়ে শিহরণ জাগিলো রে এই ক্ষণিকের সম্মোহনী ছলাকলায় তাদের কাছে সেটা আভিজাত্য শো অফ করার কৌশল কিংবা ছলাকলার আড়ম্বর হয়েই শুধু আত্মকেন্দ্রিক সত্তার প্রেম ও নেশা হয়ে থেকে যায় কোরকে প্রস্ফুটিত হবার আগে প্রচ্ছন্ন দশার সংকল্প ঋণে।।।।।। 
     তারা সব হলো ক্ষণিকের ঝরা ফুল দলে অতিথি নিজেদের কে উর্বশী ভাবতে শুরু করে দেয় আর হাইহিল ফ্যাশানে মাটিতে তাদের পা ও পড়ে না সত্যি ভাবা যায়।।।।।।। 
রঙ্গবতী রে রঙ্গবতী।।।।।।