মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with Interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance specially in the segment of a trapped human being cornered 


##Koushik Chowdhury Timeline Post with unique angle of thought and Interpretation 



সুপ্রীতি বর্মন



Tagline:


সময় থাকতে নিজেকে গুছিয়ে নেওয়া উচিত!!!!!! 


না হলে সময় বা কারোর গুঁতোয় সর্বক্ষণ নিজেকে গুটিয়ে নিতে হয়!!!!!!! 


হঠাৎ পাওয়া কষ্ট বেশি করে অনুভূত হয়!!!!!



সময় এর চক্র আদি অনন্ত কাল ধরে চলতেই থাকে যার প্রবাহ কে কেউ ধরে বেঁধে নিজের মতন করে সংরক্ষণ করে আটকে রাখতে পারে না তাই সময় থাকতে থাকতেই সেই সময় কে রক্ষণশীল হয়ে আগলে নিজেকে গুছিয়ে নিতে না পারলে বা চাইলে সেটা অনেকটা অযৌক্তিক অকর্মণ্যতার অহর্নিশি ডুবসাগরে পিচ্ছিল হয়ে চিরকালের মতন হারিয়ে যায় আমাদের হাত থেকে তখন সেই সময় কে ফেরানোর চূড়ান্ত চাগাড় দেওয়া ক্ষুধা থাকলেও আর কোন উপায় থাকে না আমাদের!!!!!!!!



হাপিত্যেশ করে আকাশপানে চেয়ে সপ্তর্ষি মন্ডলের জিজ্ঞাসা চিহ্ন এর চক্রবূহ্য ঝুলতে থাকে তোমাকে হাপর টানতে থাকা দীর্ঘশ্বাসে হাড়কঙ্কালসার করে ঝুলিয়ে অনেকটা দেখানোর মতন উপর থেকে কিন্তু ভিতর থেকে ফাঁকা ঝাড় লন্ঠনের আওয়াজে এক মর্মান্তিক যন্ত্রণার শিকার করে যে তুমি আপ্রাণ চেষ্টা করলেও সেখান থেকে মুক্তি পেতে পারো না!!!!!!!!! 



এই উপজীব্য বিষয়ে মনুষ্য জাত যে কতটা বেশি অন্ধকার গ্রাস করে এক অসূর্যম্পশ্যার মতন ঘড়ির কাঁটা গুলো কে কড়মড় করে চিবিয়ে খেতে উদগ্রীব হয়ে উঠে তার পরিমাণ অনির্ধারিত ও অনির্বচনীয়!!!!

সেই পরিণাম পুঞ্জীভূত ক্ষোভের প্রবাহ রূপে থেকে যায় সকলের নাগালের বাইরে!!!!!! 


সেই অকালে জলে পড়ে যাওয়া কিংবা বানের জলে অনেকটা ভেসে যাওয়া নিথর শরীর শুধু একটু সম্বিৎ ফিরে পেয়ে জেগে উঠতে চায় কিন্তু বিকলাঙ্গ সময়ে শ্যাওলার অবসাদে গুটিয়ে পড়া শামুক মনুষ্য জীবন যে কতখানি গুঁতো সহ্য করে ঘরের কোণে মুখ থুবড়ে পড়ে অযাচিত আগন্তুক এর মতন কিংবা কাঙালের গোগ্রাসে পরজীবী হয়ে উঠে সর্বক্ষণ বৃশ্চিক দংশনে তা পরিমাপ করা যায় না!!!!!

তার অনেক আগেই তার পার্থিব শরীর পগার পার হয়ে চলে যেতে চায় সবকিছু ছেড়ে দিয়ে জন্মের মতন যাতে করে কেউ আর তাকে আটকে রাখতে না পারে!!!!!!!!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন