বুধবার, ১৯ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"



Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation 


##Complicated State of Curse and Blessings 



সুপ্রীতি বর্মন


প্রত্যেকেই হয়ত হাড়ে হাড়ে টের পায় কারণ তাদের হাড় মাস ও মজ্জা একেবারে রগড়ে গেছে কাউকে কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টায় থাকতে গিয়ে আর প্রতিদানে তাকে শুনতে হয়েছে যে বেশি জ্ঞান দিস না তো!!!!!

লেকচার মারছে কথায় কথায় এদিকে সংসারে না হোমে না যজ্ঞে লাগে!!!!!! 

লজ্জাও লাগে না!!!!! 


মলিয়ামেট ক্ষণভঙ্গুর হয়ে উঠতে লাগে কালক্রমে এই দশায় অস্তিত্ব কারণ বাদুড়ঝোলা কর্ণপটহে ধরেছে তালা আর হয়েছে ঝালাপালা যতো অকালকুষ্মান্ড এর দল যারা অতিরিক্ত বুঝতে গিয়ে আর অতিরিক্ত জানি এই অল্প বিদ্যা ভয়ংকরী অবস্থানে গেঁড়ে বসে থাকার চক্করে কেউ শালা কানে কোন কথাই তুলতেই চায় না আর বেশিরভাগ ক্ষেত্রেই কান শুনতে ধান শুনে ফেলে আর সাততাড়াতাড়ি হঠকারিতা করে ঝাঁপায় তোমার মানসিক ধর্ষণে আর তারপর তাকে বোঝাতে গিয়ে তোমার মস্তিষ্ক ক্ষয়ে যেতে থাকে আর কন্ঠ শুকিয়ে কাঠ হয়ে যায় অগাধ তৃষ্ণা যেন জল নেই মরুভূমির ধূসর প্রান্তর মরীচীকা!!!!!

একটু বুঝছে এরকম যেই ভেবেছো সেই উল্টে যায় তোমার দেওয়া পাশার চাল তখন পুনর্বাসনের অবশ্যম্ভাবী প্রয়োজন না হলে তোমার সঙ্গদোষে তোমাকে সহ্য করতে না চেয়ে বা না পেরে অজ্ঞাতবাসে কালসর্পযোগ দশায় অন্ধকারে অজ্ঞানতায় চলে গিয়ে সে আত্মহননের পথ শিরোধার্য করে নেয় নিজের ইচ্ছা হলেই যেন মগের মুল্লুক আর তুমি ঠেকা নিয়ে রেখে দিয়েছো সেই সকল মানুষের কর্মেন্দ্রিয় সজাগ করে তোলার জন্য নিজের বোধ বুদ্ধি লাগিয়ে দিন রাত এক করে পরিশ্রম করে গিয়ে।।।।।।। 


এমন অনেক মানুষ আছে যাদের একটু বোঝাতে গেলেই বিপদ অনেকটা দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতন সেখানে তোমার অতিরিক্ত জ্ঞান বিলিয়ে যেতে থেকে শুধু তুমিই বেকার বেকার অসাড়ের তর্জন ও গর্জনে জলে ফেলে দেবে তোমার যাবতীয় পরিশ্রম নিজের অলক্ষ্যে কিংবা অনেকটা উলুবনে মুক্তো ছড়ানোর মতন তখন তোমাকে কাঙাল হতে মনের দিক থেকে আর কেউ আটকাতে পারবে না কারণ সেই প্রসঙ্গে তোমার কিছু বোঝাতে যাওয়া তখন বোঝ হয়ে যাবে।।।।।। 


তাই এই পোস্ট এর আত্মসমালোচনা করে আমি একটা কথা পোস্টর্মটেম এর ক্লাইমাক্স উক্তি হিসাবে বলতে চাই তোমাকে যে ঈশ্বর যা দিয়েছে সেটা নিজের মনেতেই রাখো আর কাউকে জাহির করে হেঁকে ডেকে ধরে বেঁধে কিছু জোর করে বোঝানোর কোন প্রয়োজন নেই কারণ মানুষ ঠিক ততটাই বুঝতে পারে যতটা সে তার নিজস্ব দৃষ্টিকোণ নিয়ে গ্রহণ করে বুঝতে চায় মন প্রাণ দিয়ে তাছাড়া তার অতিরিক্ত আর কোন কিছুই তার মগজে ঢোকে না সে যত‌ই তুমি ঘন্টার পর ঘন্টা কালঘাম ছুটিয়ে তার পিছনে পরিশ্রম করে যাও!!!!! আমাদের তাতে কিছুই করার নেই!!!!!

তবে যদি সেই মানুষ নিজে থেকেই চেষ্টা করে সে রাস্তা পায় তোমার না বোঝানো তেই কিংবা কোন এক্সট্রা কিছু না করেই শুধু নিজে থেকেই তাহলে সেটাই সবচেয়ে উত্তম কথা হবে আর যদি সেই অবকাশ ও ফাঁক না থাকে তার ক্ষেত্রে কিংবা কোনভাবে বুঝে ফেলার ক্ষমতা ঊহ্য থাকে তার তাহলে শত চেষ্টা করে যাও সবটাই সেখানে ভস্মে ঘি ঢালার মতন হয়ে যাবে তাই সময় নষ্ট না করাই উচিত কাউকে কিছু বোঝানোর প্রসঙ্গে!!!!!!

যার যেটা বোঝার যতটা গ্রহণ করার ক্ষমতা সেটা ঠিক ততটাই থাকবে যতক্ষণ না সে নিজে থেকে চেষ্টা না করে বুঝতে বা সেই বুঝে যাবার ক্ষমতা বাড়াতে চাইবে বা পারতে সক্ষম হবে তাই সেই প্রসঙ্গে তুমি জোর করে বাইরে থেকে বা উপর থেকে বাহ্যিক কিছু দিয়ে তাকে বোঝাতে পারবে না কারণ সে সেটা নিতে পারবে না নিজের পরিধির বাইরে আর এটাই ধ্রুব অলঙ্ঘনীয় সত্য কথা!!!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন