মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##মলয় রায় চৌধুরীর Timeline Post with unique angle of thought and interpretation


##Coventional Habituated State of People for the sake of Protest in the name of writings 


((Without Any type of Personal attack against anyone's interest ))


সুপ্রীতি বর্মন 


প্রথম নির্বাচন থেকেই দেখে আসছি আর দেখে চলেছি আর দেখতে দেখতে এইরকম ভাবেই একদিন কেটে পড়বো,,,,,,

আপনারা র‌‌ইলেন গপপো উপন্যাস লিখবেন আর নেতারা র‌‌ইলেন,,,,,,


দেখতে দেখতে নিষিদ্ধ প্রাচীরের আড়ালে থাকা বদ্ধ জীবের ন্যায় নীরব দর্শকের মতন থাকাই অনেকটা সন্তর্পণে গুটিয়ে থাকা শামুক মনুষ্য জীবনের শ্রেষ্ঠ আশ্রয় বলে অনুমান করা হয় তার থেকে নিশ্চিত আশ্রয় আর কিছু হতে পারে না আর তারপর সুযোগ সুবিধা মতন একদিন সরে পড়লেই সকল প্রকার ল্যাটা চুকে যায়!!!!!


মনেতে যদিও কিন্তু কিন্তু ভাব থাকে তবুও তার সম্প্রসারণ কতিপয় মনুষ্য গপপো উপন্যাস লিখে ক্ষান্ত হয়ে যায় তাতেই তার সংক্ষিপ্ত সীমিত পরিসরে মুক্তি ঘটে ব্যাস ঐ আর কী!!!!!! 


ভোটের আগে নেতাদের মিটিং মিছিলের জমায়েত এর ভিড়ে জমজমাট পথ প্রদর্শনে মুখ বুজে চলতে থাকা শামুক মনুষ্য জীবন এর পদদলিত মিছিলের স্লোগানে দলাইমালাই শীর্ণকায় অস্তিত্ব এর হলাহল উঠে আসে তবুও উঠানামার পর্যায় সারণীর ক্রমে বর্ণান্ধ জ্যোতি ফরফর করে জোনাকির পুচ্ছদেশে ক্ষণিকের বিচ্যুতি ঘটায় ক্ষমতার প্রদর্শনে তবুও তার মৃত্যু বোকাবাক্সে বন্দী হয়েই থেকে যায় সম্পূর্ণরূপে সমগ্র সময় জুড়ে!!!!!!


মাথা কে অনুসরণ করতে করতে আর তার পেছনে গড্ডলিকা প্রবাহের মতন অন্ধ হয়ে ছুটতে ছুটতে অভিভাবকের প্রহসনে ও প্রলোভনের দ্বিচারিতায় অন্ধ হয়ে স্কন্ধকাটা দৈত্য এর মতন হুটোপুটি গড়াগড়ি খেতে থেকে মানুষ শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থেকে যায় লক্ষ্যহীন ভাবে সম্পূর্ণ রূপে আর সেইভাবে ক্রমে ক্রমে একদিন তারা উদ্বাস্তু হয়ে পড়ে হারিয়ে যায় চিরতরে কালগর্ভে!!!!! 


তার‌ই মধ্যে বিভিন্ন আঙ্গিকে সেইসব ছড়াছবি তে প্রকাশিত কথাকলি মুখরিত রূপান্তরকামী গল্প উপন্যাস সমগ্র এ ধূলি ধূসরিত কায়ায় কল্পনা বাস্তব হয়ে মুখ গুঁজে থেকে যায় কখন সত্যিকারে রূপ পাবে বলে??????


আর ঐদিকে তখন পূর্বরাগের সুরে রহস্য এর ইন্দ্রজালে নেতৃত্বের শিলান্যাসের ভাষণ মাথামোটা চ‌ওড়া জগদ্দল মোড়া রাস্তায় শুকনো ঝরা পাতার মতন মরিচের ঝাঁঝে উড়তে থাকে দিশা না পেয়ে শীর্ণকায় শরীরে ''জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা" ঐক্যবদ্ধ মন্ত্রে দিকে দিকে সমবেত কণ্ঠে উচ্চারিত হবার আশায়!!!!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন