মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##MD Ataullah Timeline Post with unique angle of thought and interpretation


##Cursed Reality Behind the Transformation of a Character 


সুপ্রীতি বর্মন 


Tagline:


বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে চতুর্দিক থেকে লেলিহান অগ্নিশিখার মতন ভয়াল ভীষণ ক্রোধে ও আক্রোশের চক্রবূহ্যে সে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে আর অনেকটাই দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ঘরকুণো কোনঠাসা হয়ে সঙ্কোচনশীলতায় ভুগতে থাকে সে পরিণামে তার মধ্যে কাপুরুষ সত্তা ও পালিয়ে যাবার স্পৃহা জেগে উঠে ভীষণ ভাবে যেটা সকলে ও একটু লাজুক বেশি ও নম্র ধীর স্থির শান্ত বলে আখ্যা দেয় সঠিকভাবে তাকে উপলব্ধি করতে না পেরে !!!!!!


আবার কলঙ্কের মাঝে সে বেঁচে থাকলে  অনেকটা কর্পূর এর মতন ধিকি ধিকি আগুনের জিইয়ে রাখা কাঠির মতন শুকিয়ে মরে মরে চরম হীনম্মন্যতায় ভুগে অপরাধবোধের প্রবণতা জাগে তার মধ্যে আর বুকের মধ্যে উঠতে থাকে না বলতে পারার অপ্রকাশ্য যন্ত্রণা অনেকটা নরকের মতন ফলে চরম অনিশ্চয়তার ঝড়ে তার অস্তিত্ব উন্নীত শিরে দাঁড়াবার মতন স্পর্ধা হারিয়ে গুড়িয়ে যায়!!!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন