মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out in a Ridiculous Thought or Mockery to crack the hurdles of ins and outs by getting dried without any penetration of juicy temptation


##গোপাল ভাঁড় গ্রুপের পোস্ট ‌‌‌with unique angle of thought and interpretation


সুপ্রীতি বর্মন


Tagline:


এ দেশে মাছ শুকাইলে শুটকি


##এই মাছের শুষ্ক রুক্ষ বোধে দুর্গন্ধ জাগে উথলি পাথারে জিহ্বার আস্বাদনে ও ঘ্রাণে তবে অভ্যাসে তা বিলিয়ে যায় পারিপার্শ্বিক নিত্য যাপনে!!!!


ফল শুকাইলে আচার 


##এই শুষ্ক ও রুক্ষ বোধে খুব বেশি করে মশালার সাজ সরঞ্জাম এ মজে যাবার ভোগের সুযোগ থাকে অনেক বেশি চটকদার প্রলোভনে তাই জিহ্বায় গড়িয়ে আসে জল সুগন্ধির মন্ত্রমুগ্ধ আঘ্রাণে!!!!!


মেয়েরা শুকাইলে স্মার্ট .


##রসালো গোলগাল আলুথালু বেগুন এর ভর্তা হবার চেয়ে অনেকে আপ্রাণ চেষ্টায় না খেয়ে দেয়ে ডায়েট চার্টের লম্বা সর্পিলাকৃতির শুষ্ক রুক্ষ উষর বোধে স্টাইলিশ দেখানোর চক্করে নিজেকে পিটিয়ে পিটিয়ে হাড়পিংলা করে গড়ে তোলে যাতে করে মোহময়ী দৃষ্টি আকর্ষণ কারী হয়ে উঠতে পারে কেন্দ্রীয় চরিত্র হয়ে সকলের সমাবেশে!!!!!! 


আর ছেলেরা শুকাইলে গাঁজাখোর .


##অন্যদিকে ছেলেরা স্টাইল দেখাতেই হোক বা নিজের নেশার ঘোরের ঝোঁক কিংবা প্রবণতা থেকে শুরু করে দেয় গাঁজা খাওয়ার অভ্যাস যাতে অনেকসময় লুকিয়ে থাকে তার তালগোল পাকানো ঘেঁটে ঘ এর স্পৃহা পালিয়ে যাবার তাগিদ পিছুটান ছেড়ে!!!!!!!


সে সমানে পালায় সুযোগের অবকাশে আর তার অন্তরের আকাশে অবসাদের ধুম্রলোচন মেঘের ঘনঘটা বিষণ্ণ মনমরা আঙ্গিকে ধোঁয়ার কুন্ডলীকৃত সর্পের হলাহলের জাগরণে এবং ঐচ্ছিক পেশীর টান মন্দগতি লয় গড়ে তোলে তবুও হৃদয় সরসী গাঁজা বা নেশার চুরুটে ক্ষণিকের আভিজাত্য এর যাপন শ্লোক পাঠ শরীরী অভ্যাসের পুরাণ হয়ে রয়ে যায় সে শত চেষ্টা করেও সেটা ছেড়ে থাকতে পারে না !!!!!!!!!


অন্তঃসারশূন্যতার ইঙ্গিত স্টাইলের অন্তরালে কিংবা বিলাসিতার উচ্ছন্নে অভ্যাসে লুকিয়ে থাকে!!!!!!

শরীর মন পুড়ে পুড়ে ছাই হয়ে যায় শুধু আত্মার নির্গমন কিংবা নিষ্কৃতি পাওয়ার লোভে ঐ মুক্তির আকাশে!!!!!!!!

অভাব এলেও তাই বোঝা যায় না তোকে সঙ্গে করে ধরে বেঁধে রেখে মজে গিয়ে পিরিতি করে থেকে গিয়ে তোর সাথে কারণ তোর ঘরে বসত করে কয়জনা মন জানো না!!!!!!!!!!


শুকনো লঙ্কার ঝাঁঝ আর তেজ দুটোই বেশি আর শুকনো মাল যতো ঝরঝরে ও খরখরে হয় তত বেশিদিন টিকে থাকে যেখানে আলুথালু রসালো জিনিস খুব সহজেই আর তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যেই পচে গলে একসা হয়ে যায় বেশিদিন টেকে না!!!!!!!


যত বেশি শুকনো তেই নিরেট প্রাণ এর জীবাশ্ম জেগে থাকে কিন্তু রসালো তে উত্থিত প্রাণ ডুবডুব দৃষ্টিকোণে জেগে উঠলেও সেটা টেকে না দীর্ঘস্থায়ী চরণে কারণ ঐ টিকে থাকার নিষ্প্রাণ আঁটোসাটো জিদ ও ধৈর্যের সংযমী যাপন এর অভ্যাস ও যন্ত্রণায় সিসৃক্ষা থাকে না তাই হয়তো কথায় বলে যে খেয়েই বেশি লোক মরে কিন্তু শুকিয়ে থাকলে কোন রোগ সহজে শরীরে বাসা বাঁধতে পারে না!!!!!!!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন