মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Abhinandan Maity Timeline Post with unique angle of thought and interpretation 


##Exact Reality Behind the Cheap Popularity of acquiring a poet habit



সুপ্রীতি বর্মন


Tagline: 


যে কবিতা অসংখ্য মেয়ের ইনবক্সে যায় সেই সবচেয়ে বেশি বিখ্যাত কবি তার তুলনা নেই বা সত্যিই জুড়ি মেলা ভার।।।।।


এখন কথা হচ্ছে যেই আজকাল টাইমলাইন পাচ্ছে সহজলভ্য নেটের জন্য দু এক লাইন লিখে ফেলেই গোঁজামিল করে কবিতার সাক্ষরে কবি হয়ে পরিচিতি পেয়ে যাচ্ছে এমনটাই নাকি শুনতে পেয়েছিলাম জনৈক কোন গুণীজনের কাছ থেকে যে মার্কেটে দাঁড়িয়ে যদি কোন লাঠি ছোঁড়া যায় তাহলে যাকে লাগবে সেই কবি তার মাথাতেই আঘাত করবে ঐ লাঠি ভাবা যায় তার কী অসীম ধৈর্য এর সমীক্ষা এবং দূরদর্শিতা আর সাথে সাথে বিভিন্ন রকমের পত্রিকায় তার লেখার প্রকাশ সেখানে দু একটা পুরস্কার বা সম্মান হাসিল করার পরেই তার আর মাটিতে কিছুতেই পা পড়ছে না সে হয়ে গেছে উড়ো সংলাপ চিঠির দূত উড়ন্ত পক্ষীরাজ সকলের ধরা ছোঁয়ার বাইরে এই যেমন ঐ পাড়ার ঝর্ণা তবে সেটা করা তার অন্যায় নয় তবে পথভ্রষ্ট হয়ে না বুঝে করে যেতে থাকা অনেক সময় তার চরম অপরিণামদর্শীতার সাক্ষর হতে পারে যা তার দুর্দশা ও অবসাদগ্রস্থ চিত্তের কারণ হতে পারে।।।।। 


অন্যদিকে কিছু এমন ব্যক্তি আছেন যারা সম্পূর্ণ রূপে নগ্নদশা মানে উলঙ্গ দশার কাম ও ভোগ লালসা কে চরিতার্থ করতে ফেসবুকে আসে বা সাহিত্য চর্চায় কবিতা কে মাধ্যম হিসাবে গ্রহণ করে সেই অভীপ্সা কে পূরণ করতেই বেশি তাদের মন চায়।।।।।। 


কিছু একটা ভাইরাল হ‌ওয়া ভিডিও তে শুনেছিলাম যে একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত প্রফেসর যখন কলেজের ঐ অল্প বয়সী মেয়ের চক্করে সম্পূর্ণ রূপে দুশ্চরিত্র আখ্যায় ফেঁসে যায় তখন তার স্ত্রী বলে উঠে কে জানে বাবা সবসময় ওনার হোয়াটস আপে কবিতা পাঠানো চলছে নিজের থেকে কমবয়সী বাচ্ছা মেয়েগুলোর সাথে খালি দিনরাত ফোনের মধ্যে গুঁজে থেকে ফস্টিনস্টি করে চলেছে আর চারিত্রিক দুর্বলতায় খালি সময় সুযোগে পিছলে পড়া স্বভাব ওর থেকে গেছে তাই জানি না এইসব লোকগুলো কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত আর না হলে এইসব হাড়বজ্জাত লোকগুলো কে বেধড়কা মার দেওয়া উচিত ভালো করে তবেই এদের জব্দ করা যাবে এছাড়া কোন উপায় নেই ।।।।। 

তখন ভাবি কেমন না কবিতা হলো একটা নষ্টামো করার জায়গা সেটাই সকলে উপর থেকে দেখে বিচার করে ভেবে নেয় কিংবা ভেবে নেয় একটা চরম মাধ্যম যার ভিতরের কমফর্ট জোন কে ব্যবহার করে অশ্লীল ভাবে কাম কে ভোগের উপকরণ করে ফেলা যায় সহজেই আর কেউ সেটা জানতে বা বুঝতে পারে না আসলে সেটা হয় কারণ অনেকেই প্রেমের ও কবিতার সমর্পণের আঙ্গিক ও ভাব বোঝে না শুধু তার উৎসারিত ফলশ্রুতি কেই আঁকড়ে ধরে রেখে আপ্রাণ চেষ্টায় বাঁচতে চায় তাকে আশ্রয় করে আর কিছুজন সেটা কে উপর থেকে মূল্যায়ন করে তার আগাপাস্তলা ছিঁড়ে শুধু বিদ্রূপাত্মক কমেন্ট করতেই ভালোবাসে উপর উপর বাহ্যিক দশায় থেকে।।।।।।। 


অন্যদিকে কেউ কেউ আছেন যারা ভাবেন কবিতা দিয়ে ইমপ্রেস করে কাউকে তার প্রেমে ফেলা যাবে আর সে ফিদা হয়ে যাবে তার উপর তাই কোন কারণে কোন মেয়ের রূপ যৌবন ও সৌন্দর্যে মোহিত হলেই সে তার ইনবক্সে কবিতা পাঠাতে শুরু করে দেয় অনেকটা শুভস্য শীঘ্রম এর মতন ভাবা যায় সদ্য সদ্য গজিয়ে উঠা প্রেমিকের কার্যকরী পদক্ষেপ কিংবা আত্মপরিচয় তবে সেটা অবশ্যই সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।।।।।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন