"Instagram Magic Screenshots Classics Interpretations"
Slideshow
By Chandramukhi
##Straight Forward Reality merged with Interpretation
##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance
##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation
##Sarcastic Reality of Glamour and Beauty with Show Off Status
সুপ্রীতি বর্মন
প্রথম প্রথম শাড়ি পড়লেই কোন মেয়ের প্রথম প্রথম যে অনুভূতি আসে তা হলো পরের ঘরে তোমাকে যেতে হবে তাই এখন থেকেই অভ্যাস করে নাও আর মামনি বা খুকুমণি হয়ে থেকো না এসব কিছু তোমাকে একদম সাজায় না এখন থেকে।।।।।।
অন্যদিকে কিছু অষ্টরম্ভা অষ্টাদশী আছে লিপস্টিক মার্কা নেকি তারা ঘটা করে আঁচল প্রসারিত করে নারীত্ব মাড়িয়ে ঢলিয়ে আর বক্ষকোলাজের ভাঁজে ডিজাইনার ব্লাউজ হাঁকিয়ে বোঝায় যে সে অপরূপ তন্বী ভাস্কর্য যার শিলান্যাস সঙ্গমে যে কোন ছেলে ডুবে যেতে বাধ্য তার নেশা ও সৌন্দর্যের ঘোরে।।।। তাই আপ্রাণ চেষ্টা করলেও এই কলসপত্রীর সম্মোহনী শক্তি থেকে তখন যেন ইচ্ছা করলেও কেউ মুক্তি পাবে না।।।।।।
তবে সেটাকে কেন্দ্রবিন্দু করে বিতর্কিত প্রসঙ্গে অনেকেই ব্যঙ্গ কিংবা প্রহসনে উপহাস বা বিদ্রূপ করে সমাজের অধঃপতনের উৎস করে যদিও তার জন্য তাদের কোনভাবে দোষ দেওয়া যায় না কারণ এই প্রসঙ্গে যদি কিছু প্রধান আলোচ্য বিষয় হয় তা হলো দৃষ্টিভঙ্গি সেই প্রসঙ্গ কে দেখার।।।।।।
আবার কিছু মেয়ে শাড়ি পড়ে এসো মা লক্ষ্মীর পয়মন্তর গুটি গুটি পায়ের ছলে
জল কে চলো রাই শ্যামের ঘরে এই প্রবাদের ক্লেচ্ছা তারা একদম চায় না গ্রহণ করে নিতে মনে প্রাণে কারণ যতই হোক ভদ্রলোকের কাপড়চোপড়ে শান্তশিষ্ট মেয়ে বলে কথা এইসব ভাবলে তাদের ভীষণ ভাবে জাত যায়।।।। ছি ছি এইসব কথা তাদের মুখে আনাও পাপ তাই তাদের একদম মানায় না।।।।।।
অন্যদিকে কিছু Occasional and Festive Grandeur Celebration Girl দেশী গার্ল আছে যারা ঐসব ডিজাইনার শাড়ি অতিরিক্ত দায় দিয়ে ঘটা করে কেনে মাত্র কয়েকদিনের জন্য নিজেকে সাজাবে বলে আধুনিক ঘরানায় জাঁকজমক ভাবে এই ধরুন সরস্বতী পুজো কিংবা কলেজের সোশ্যাল কিংবা দুর্গাপুজোর জন্য ।।।।।
তারা নিজেদের কে উড়ন্ত প্রজাপতি ভাবে কেমন যেন উড়ো চিঠি সংলাপ আর রঙিন নেশা লাগিলো রে বাঁকা ভুরুর গায়ে শিহরণ জাগিলো রে এই ক্ষণিকের সম্মোহনী ছলাকলায় তাদের কাছে সেটা আভিজাত্য শো অফ করার কৌশল কিংবা ছলাকলার আড়ম্বর হয়েই শুধু আত্মকেন্দ্রিক সত্তার প্রেম ও নেশা হয়ে থেকে যায় কোরকে প্রস্ফুটিত হবার আগে প্রচ্ছন্ন দশার সংকল্প ঋণে।।।।।।
তারা সব হলো ক্ষণিকের ঝরা ফুল দলে অতিথি নিজেদের কে উর্বশী ভাবতে শুরু করে দেয় আর হাইহিল ফ্যাশানে মাটিতে তাদের পা ও পড়ে না সত্যি ভাবা যায়।।।।।।।
রঙ্গবতী রে রঙ্গবতী।।।।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন