শনিবার, ২১ জুলাই, ২০১৮

রথযাত্রার ফ্লাশব্যাক সম্পাদকীয়



রথযাত্রায় অগ্রগতির চাকার তলায় পদপৃষ্ঠ হতদরিদ্র হাভাতে জনপ্লাবন। পশ্চাদগমনে এঁটো থালায় উপবাসী চাঁদের হাসি বামুনের নাগালের বাইরে। রাজপথ পায় আদুরে স্পর্শ সোনার ঝাঁটার পরিবর্তে ছাপোষা জুতোর তলার ধূলো।ভাবে বুঝি আমি আজ দেব।
ছুঁড়ে ছুঁড়ে অচ্ছুত কানাকড়ি পুষ্পাঞ্জলী জগন্নাথের হাত ধরে গা ঘেঁষাঘেষি তেলা চকচকে পুরোহিত ঐকান্তিক মন্ত্রের সঞ্জীবনী স্পর্শে হলো ক্ষুধা রথে চড়ে বোধহয় আজ আমিই সর্বেসর্বা।
ওদিকে মনে মনে হাসেন অন্তর্যামী যা আছে যা হচ্ছে সবটাই আমি। আমিই আদি অনন্ত আমিই সত্য সর্বেসর্বা মহাপ্রভু।
কচিকাচা ন্যাওটা দাদুর হাত ধরে মেলাপ্রাঙ্গনে দৌড় আগামী প্রজন্মের অগ্রগতির রথ চাকা ছোট ছোট পা।
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো,,,,, জগন্নাথ।
রথ ও রথের প্রাচীন ঐতিহ্য ঝমাঝম বৃষ্টিতে নোনা দেওয়ালে গা ঘেঁষে পাপড় ভাজা,,, কিংবা মিষ্টি গজা।
চলো লিখে উড়িয়ে দাও কৈশোর ও শৈশবের রথের নিশানা বিজয় পতাকা।
রথ যেন অগ্রগামী হয় রথী তোমার করপদ্মে আমাদের ছাইপাঁশ যেন মুক্ত মন হয়।
পরিশেষে জগন্নাথ মাসির বাড়ি থেকে ফিরে মানভঞ্জন পালা সারবে পরিতৃপ্তির হাসি হেসে হাড়িভর্তি রসগোল্লায় প্রেম নিয়ে লক্ষ্মীকে দেবে সংসারের সারমর্ম অলৌকিক মিলন পালা।

বিষয়: রথযাত্রা, প্রেম পরিনয়ের আবদার মেলায় কেনাকাটা, নতুন কচি প্রজন্মের হাত ধরে শৈশব কে ফিরে পাওয়া, মনুষ্যত্বের ও ঈশ্বরিক গোলকধাঁধা জটিল চিন্তন সাথে পশ্চাদগমন অর্থনৈতিক যাঁতাকলে নিষ্পেষন।

**কবিতা পাঠান ২ টি বা তিনটি উপরোক্ত বিষয়ে আর আমাকে মেল করুন।supritibarman769@yahoo.in

Last date of submission 10th August.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন