কঙ্কালের_প্রেমগাঁথা
সন্দীপ_পিপলাই
উলঙ্গ শরীর ভিজে আছে !
চোখের আগুনে ধোয়াশার পর্দা...
চারপাশে কথার পাহাড় !
গোড়ালির আত্মহনন রূপকথা।
মনের ভাঙ্গা কাঁচে অজস্র ছোপ
চামড়ার গন্ধে শুধু ক্ষোভ...
কালের দূষণে অভিসন্ধি
স্পন্দনের অঙ্কুশ ,দুর্নিবার আপোষ
অশ্রুপাত অবহেলিত গন্ডি
শ্মশানের কাঠে দিনলিপি আঁকা
সময়ের চাদরে মৃতদেহ ঢাকা।
ছুটছে নদী ...
নাভির ফাঁকে প্রণামি ছাতা
কলঙ্ক আজ আলেয়া
অনুভবের আড়াল ঘিরে বিস্মিত গলি
প্রণয় স্টেশনে হলুদ আলো
হৃদ সমুদ্রের বালিতে আঁটকে মন পাখি,
বঞ্চিতের ইতিহাসে আগামীর নির্দেশ ---
চিতাতে শায়িত কঙ্কালের প্রেমগাঁথা ...
প্রাপ্তি
সন্দীপ_পিপলাই
মনের প্যারামিটারে নিশ্চুপ তরঙ্গ...
তোর মাঝে আমার প্রতিবিম্ব
ঘাসে ভেজা শিশির ছুঁয়ে তোকে চেনা
ভোরের নরম আলো, কলেবর এলাইতো আদর
স্নিগ্ধ পরাগে মিশে শীতের চাদর।
সিন্ধুর পারে উত্তাল আলোড়ন...
শরীর তীরে অমলিন সমর্পণ
চুলের গন্ধে বন্য আবেশ
উদ্দাম কামে পরম আবেগ।
ঠোঁটের মধু চুষে তীব্র চুম্বন
কাম আঁচে মননের গুঞ্জন।
গলার ভাঁজে আলতো কামড়
শিহরিত স্পন্দনে বিগলিত চামর
বুকের পরে উষ্ণায়ন...
লেহন সুখে মত্ত অধ্যয়ন।
দেহ পট মন্থনে অনুষঙ্গ অনুরাগ
অমোঘ খোঁজ সৃষ্টি পারাপার।
উন্মোচিত পদ্ম মাঝে মোহের আতর
অবারিত স্রোত একাকীত্বে কাতর
একক বিন্দু ,দুটি আত্মা
সম্মোহনী মলাটে প্রাপ্তির বার্তা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন