শনিবার, ৫ জুন, ২০২১

শাশ্বত সত্যের ধারাপাত


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Controversial issue regarding what is in name


##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation 


সুপ্রীতি বর্মন


Tagline: 


ভবিষ্যতে সন্তানের নাম কী রাখা হবে তা নিয়ে চরম তর্ক বিতর্ক এ ভেঙে গেল পরিচিত এক ছেলে মেয়ের দুই সপ্তাহের রিলেশন।।।।। 

আহারে কী শোচনীয় মর্মান্তিক পরিণতি যন্ত্রণার।।।।।। 


এখন ছেলে মেয়ের নাম কী রাখা হবে তাই নিয়ে অনেকের মধ্যে অনেক Psychological Issue regarding status and show off clarification থাকে আর সেটার উপর সবচেয়ে বেশি নির্ভর করে যে কোন পরিচয় বা নামকরণের ইতিহাস ।।।। 

     বাবা ও মায়ের নাম একেবারে সাত জন্মের গাঁটছড়া দিয়ে ধরে বেঁধে রাখতে দুজনের অনেক সময় নাম মিলিয়ে একটা নাম রাখা হয় আগামী প্রজন্মের যাতে করে তার মধ্যে তার বাবা ও মায়ের  অস্তিত্ব যুগ্মসত্তায় সমানভাবে বেঁচে থাকতে যাতে পারে যা এখনকার দিনের হালফিল ফ্যাশানের ট্রেন্ড হয়েছে।।।।।। 


আবার অনেকসময় এমন হয় যে কোন লোক নামকরণের ব‌ই এর খোঁজ লাগিয়ে দেয় পথে ঘাটে স্টেশন চত্বরে সময় ও সুযোগ পেলেই।।।।।

তার সন্দিহান অন্বেষণ এ সে যেন ঝাঁপিয়ে পড়ে যেন তেন প্রকারেণ তার সন্তানের নাম অতি আধুনিক মানের রাখতে গিয়ে কিংবা সকল কে ছাপিয়ে গিয়ে দেখবার মতন করতে গিয়ে যাতে হয় সেটা করার চেষ্টায় থাকতে গিয়ে সেখান থেকে নামকরণ করে।।।।। 

আর এটা করতে গিয়ে অনেক সময় সেই নামের বানান বা উচ্চারণ এতোটাই কঠিন হয়ে যায় যে সেটা গ্রহণ করে গলাধঃকরণ করার মতন হয়ে দাঁড়ায়।।।।। 

তবুও সেটাই সে রাখতে চায় কারণ লৌকিকতায় জমকালো পরিচয় এর সাক্ষর হতেই হবে সেই নামকরণ কে ।।।।।।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন