পুরুষালী গম্ভীর আওয়াজ ময়ূরের ডাক,
আয় বলছি রাগে হুঁশহুঁশ, আমার চাই তোকে।
ময়ূরী মেলেছে ছত্রে ছত্রে আগমনী প্রেমালাপ।
ছড়িয়ে ছিটিয়ে যত্র তত্র আঁচলের,
ছেঁড়া ছেঁড়া সুখ পালক।
তুমি বড় বেহায়া লুটেপুটে খাও আমায়,
ক্রমাগত নিষিদ্ধ চুম্বন, আমিও সর্বভুক।
সর্প তোমাকেও নিই আষ্টেপৃষ্ঠে গিলে।
জানি তুমি চলে যাবে একলা ফেলে পশ্চাদগমনে,
তবুও জ্ঞানপাপী নাচি বেঘোরে। তাতা, থৈ থৈ।
বৃষ্টির ছমছম বিবাহের আটচালা।
প্রেমিক তুমিই তো হবে আমার স্বামী একদিন।
অন্তর্দহন বিষাক্ত অমাবস্যা,
নীলঘুম সর্পের অভিশাপ।
ছটফট ক্লান্তির আঘ্রান খোলস।
পরিত্যক্ত রূপ নব নব উন্মোচনে।
নগ্ন মধুপ জ্যোৎস্নার স্রোতে।
নীল সর্পের স্বস্তি ক্ষনিকের ঘুম।
জড়িয়ে জড়িয়ে জট অঙ্গ প্রত্যঙ্গের,
ভ্রমিল উচাটন শঙ্খ লাগা।
ধূপের ধিক ধিক দহন,
নিষিদ্ধ চুম্বন অমৃতসুধা।
পরবাস নীল আঁচলের,
চাদরের তলায় লুকানো নীল প্রেম সর্পের হাঁচি।
সোনা আমি আছি তাকিয়ে দেখো।
আমি থাকবো, সুবিধার সবটুকু রস শুষে নিয়ে, সর্বস্বান্ত উজাগরে ক্লান্তি,
ঢালতে লেগেছি অবসাদের গহ্বরে। চাই চাই আমার অমৃত।
যতই কাঁপুক বিষে শরীর।।
আয় বলছি রাগে হুঁশহুঁশ, আমার চাই তোকে।
ময়ূরী মেলেছে ছত্রে ছত্রে আগমনী প্রেমালাপ।
ছড়িয়ে ছিটিয়ে যত্র তত্র আঁচলের,
ছেঁড়া ছেঁড়া সুখ পালক।
তুমি বড় বেহায়া লুটেপুটে খাও আমায়,
ক্রমাগত নিষিদ্ধ চুম্বন, আমিও সর্বভুক।
সর্প তোমাকেও নিই আষ্টেপৃষ্ঠে গিলে।
জানি তুমি চলে যাবে একলা ফেলে পশ্চাদগমনে,
তবুও জ্ঞানপাপী নাচি বেঘোরে। তাতা, থৈ থৈ।
বৃষ্টির ছমছম বিবাহের আটচালা।
প্রেমিক তুমিই তো হবে আমার স্বামী একদিন।
অন্তর্দহন বিষাক্ত অমাবস্যা,
নীলঘুম সর্পের অভিশাপ।
ছটফট ক্লান্তির আঘ্রান খোলস।
পরিত্যক্ত রূপ নব নব উন্মোচনে।
নগ্ন মধুপ জ্যোৎস্নার স্রোতে।
নীল সর্পের স্বস্তি ক্ষনিকের ঘুম।
জড়িয়ে জড়িয়ে জট অঙ্গ প্রত্যঙ্গের,
ভ্রমিল উচাটন শঙ্খ লাগা।
ধূপের ধিক ধিক দহন,
নিষিদ্ধ চুম্বন অমৃতসুধা।
পরবাস নীল আঁচলের,
চাদরের তলায় লুকানো নীল প্রেম সর্পের হাঁচি।
সোনা আমি আছি তাকিয়ে দেখো।
আমি থাকবো, সুবিধার সবটুকু রস শুষে নিয়ে, সর্বস্বান্ত উজাগরে ক্লান্তি,
ঢালতে লেগেছি অবসাদের গহ্বরে। চাই চাই আমার অমৃত।
যতই কাঁপুক বিষে শরীর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন