ছাপোষা বাঙালীর সংকোচ হৃদয় আঙ্গিকে কলম।
#বাঙালী সিরিজ
বাঙলা আমার দুগ্গা দুগ্গা করে
#সন্দীপ_দাস
সাগরের জল নীল , বাঙলা আমার আজও অমলিন
খাচ্ছে আর চলছে , দুবার হোঁচট খেল পথে যেতে
তবু জাতি আজও অতীতটুকুই বলছে ।।
শরীর এর নেই শক্তি , অন্তরে তবু পুরো ভক্তি
উতলে উঠে পড়ে ---- গরিব মানুষ খেতে পাক না পাক
বাঙলা আমার দুগ্গা দুগ্গা করে ।।
আজানের ভিড় পথে জ্যাম , খোদাই খিদমদগর
দু চারটে কুরবানী এমন আর কি !! মণ্ডপ সাজাতে
সোনা মিলেছে দহ ভরি
পথের পশু পথেই মরুক , বাঙালি প্রাণ কি আর বাঁচাতে জানে !!
বাঙলা আমার দুগ্গা দুগ্গা করে ।।
.
.
.
বছরের তো কটা দিন , রাস্তা জুড়ে ভোটের মিছিল
অলি গলি স্লোগান ঠাসা , নালির কোনায় দাঁড়িয়ে দেখে
সাহিত্যের ভাষা ।। ওটাও তো উৎসব , বাঙলা তোমার
বারো মাসে এমনই হাজার ছুটির জোয়ার ।।
কর্মহীন , কুঁড়ে গুলো উন্নতি কি তা জানে !!
বাঙলা আমার দুগ্গা দুগ্গা করে ।।
.
.
.
হাজার হাজার ইতিহাসের স্মারক , পথ চেয়ে দাঁড়িয়ে
জাগবে বাঙলা আবার , ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে ---
প্রশ্ন একটাই জেগে থাকে রাত দিন সংস্কৃতির মঞ্চে
পৃথিবীর সঙ্গে তাল রেখে উন্নতিটুকু আসবে আবার কবে !!
বাঙলা আমার ভাবে নাকি এত কিছু হিসাব করে
বাঙলা আমার দুগ্গা দুগ্গা করে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন