বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

নাসির ওয়াদেনের কবিতা


                                                                     অপরূপ নৈসর্গিক আঙ্গিকে প্রেমের কলম।




 ●    আটকে আছি    ●

জন্ম আর মৃত্যু সত্য জেনে তবু কেন
হলুদপাতার বুকে আঁক পতনের ঝরনা
যে ঝরনার জল নিয়ে বিলাসী দিনেরা
লুকোচুরি খেলে বাতাসিমনের ডানায়

নগ্নপদে কাঁটাপথ পেরিয়ে এসে
ফুলের বিছানা পেতে রৌদ্রছায়া
শুষে নেয় লালপেড়ে বউয়ের ভালবাসা
নখের রঙিন প্রলেপ আর লিপস্টিক

যতবারই যাই , ফিরে ফিরে আসে অবিশ্বাস

পোড়ারোদ জলের বিছানার ওপর
স্রোতের কলস নিয়ে সাগরের চরে
উত্থাপন করে যায় ভরসার কথা

আমি যুক্তির কানাগলির চোরাপথে আটকে
আটকে আছি দুর্বোধ্য জ্ঞানের ছুরির ফলায়।

                     ☆☆☆☆



      ●  সুখের নকশাকাঁথা  ●


রোদের পিপাসা ঠোঁটের স্পর্শে
বৃষ্টির আলিঙ্গনে জেগে ওঠে ঝড়

জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি সময়ের
স্তনের উপত্যকার ভাঁজে জাগে
অফুরন্ত শীতল জীবন --

চাঁদ উঠেছিল এক বিরল মুহূর্তে
কালো অন্ধকার রাতের ঘন আকাশে
জন্মেছিল কাঁচা বাতাসের জরায়ু হতে •••
জীবন জড়িয়ে আছে সারাটা দুপুর

সেই মাঠ,সেই সব শৈশব দিগম্বরদিন
স্মৃতির পাটে আছড়ে পড়া কাশবন
ডাংগুলি, চু-কিত-কিত,চৌদ্দ কোট
সাঙ্গ হবে খেলা নীরবরাতে
প্রতিবেশিনীর পরাজিত ঠোঁট, লাবণ্য মুখ

জীবনের খেয়াঘাটে পালতোলা তরি
ছলাৎ ছলাৎ ঢেউ ভাঙে পাড়

জড়িয়ে জড়িয়ে আছে সুখের নকশাকাঁথার মাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন