পরবাসী উদগ্র রশ্মিদগ্ধ প্রেমের আঙ্গিকে কলম।
১- ইচ্ছে------
আজকাল এ এক আজব অভিরুচি
মনের কোনের না পাওয়া গুলো মাথাচারা দেয়
তোর উপেক্ষার বিষাক্ত রক্ত বয়ে যায় হৃৎপিণ্ডে
ইচ্ছে করে তোকে খুন করি
সব পরাজয়ের বিষ ঢেলে তোর মুখে
তারপর কেউ থাকবেনা আমাদের মাঝে
এক জীবন্ত আমি
আর এক স্বর্গীয় তুই
তখন না হয় হাসবি অমন করে
আমি চেটেপুটে খাবো তোর হাসি
তোর উদ্ধত বুকে
বিপজ্জনক শরীরের ভাঁজে
আমার অবাধ আনাগোনা
উচ্ছল কামনারা খেলবে তোর অহংকার জুড়ে
তোর সব দুপুর
সব রাত হবে শুধু আমার
আমি বাঁচব তোর ভালোবাসা
অস্পৃশ্য বলার থাকবেনা কেউ।
---------------––-----------------------------------
২.
নতুন দিন
এই বারান্দায় রোদের দেখা নেই বহুদিন
যেন লক্ষ বছর ধরে এখানে
শুধু বিষাক্ত পরজীবিদের ভিড়
উদাসীন আলো শুষে নেয় বটগাছ অশরীরি
রেলিঙে এসে বসেনা এখানে চন্দনা
দখিনা বাতাসে প্রাণ কোথায় জুড়াবার মতো
অপলক তাকিয়ে থাকা বিষণ্ণ ফুলদানী
ফাঙ্গাস পচা সূর্যমুখী প্লামেরিয়া
নীল হয়ে জমে থাকে হৃদয়ের বুদবুদ
আর শরীর জুড়ে তেতো জ্বর
নতুন দিন নতুন দিন
পারলে এসো বারান্দার এই কোনে
বেঁচে আছি সে টুকু বোঝাবার জন্য
যদি আসো তবে আলোর দোলায় লিখবো
জারুল রঙা কবিতা
অনন্ত গভীরে অগনিত অক্ষরবীণা
তোমার উষ্ণতার অপেক্ষায়।
পলেস্তারা খসা ক্ষয়িষ্ণু কঙ্কাল জুড়ে শুধু
নগ্নতার স্যাঁতস্যেতে গন্ধ
মুঠো ভরা রৌদ্রঋণে ঘুচে যাবে দেখো এ দৈন্যতা
বিরহভূমি তে শুরু হবে আবার নতুন অধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন