অন্তর্লীন কল্পনার সমুদ্রে প্রেমের ডুব সাঁতার
আঙ্গিক কলম।
১.
যুগের সোনালি হাঁস
___________________
সমস্ত পুরুষইচ্ছাগুলি
নেমেছে রাস্তার জলে
যুগের সোনালি হাঁস হয়ে
আমরা কেউ বিকল্প বুঝিনি
সাঁতারের তীব্র আকাঙ্ক্ষায়
গার্হস্থ্য মোহনা থেকে ভেসে ভেসে
চলে যেতে চেয়েছি সবাই
সমুদ্রের দিকে
নোনা ঢেউ মেখে
কাল্পনিক ডানার নকশায়
আমাদের বিরামহীন গান
ছলকে ওঠে
স্তব্ধতার হংসীর কাছে
আমরা সবাই প্রেমের ভিখিরি
এক পশলা বৃষ্টিতেই নির্ভীক উল্লাস
আমাদের স্বপ্নের ইশারাগুলি
আলো জ্বেলে দেয় একে একে....
বিষাদের গরু
______________
সব বিষণ্ণতার গরু
চ'রতে আসে জ্যোৎস্নার মাঠে
মাথায় মুকুট পরে নেয়
যদিও হৃদয়ে তাদের কোনো আরোগ্য নেই
শিঙ্ নাড়ে আর শিঙে শিঙে
ঘর্ষণের গান
বেজে ওঠে ক্ষয়যুগ
দূরের অবিমৃষ্য কলতান
ফলত বিশ্বাস মরে
ভঙ্গুর আলস্য উজ্জাপনে
নেমে যায় অসঙ্কোচ টান
দু একটি সচকিত লেজ
কেঁপে ওঠে
স্বপ্নের সীমানা থেকে
যদিও আসে অভিমান
গরু তবু খেয়ে চলে ঘাস
এমাঠে খুঁজে ফেরে হারানো বিশ্বাস
দারুণ
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুন