রবিবার, ৩ জুন, ২০১৮

সুবীর রায়ের কবিতা।




সাদামাটা অনিন্দ্যভুবন প্রেমের আঙ্গিকে কলম।



১. সব গাছ নারী নয়


থিক থিকে কুসুমের মতো পরে আছে

আলিঙ্গন উন্মাদনা প্রেম সবকিছু শেষ

এইমাত্র শিথিল হয়েছে শাখা প্রশাখা

          ভোর হতে বহু দেরি

   তাই মুখ লুকিয়ে রেখেছে অসম প্রেম।

         উঠোন জোড়া গাছেদের ভিড়,

                 পাশাপাশি ঘেঁষাঘেঁষি

শিকড়ের ঘর্ষণ লুকিয়ে ছিলো মাটির তলায়

কেউ দেখেননি দেখবে না কখনও

               বহুকষ্টে বহু লজ্জায়

ওরা রেখেছিলো ঢেকে কুসুমের রাগ।


হঠাত জ্বলে ওঠে বাতি,মুছে যায় অন্ধকার

আর কেউ যেন বলে ওঠে

এমনও হয় - সব গাছ নারী নয়।



২. ক্ষয়


এই নদী বয়ে যায়

     আমি মৃত্যুর ঠিকানা খুঁজিনি কখনও

          আমি হেসে উঠি,আমি গান গাই

আমি খেলা করি আমার পিচ্ছিল আঙিনায়

       ঠিক যেন শিশু  হামাগুড়ি দেয়

সহসা খুঁজে পায়, যারা শুধু স্নানে নামে

                     তারাই বলে নদী

আমি বলি কাব্য,ব্যাথা পাওয়া পাষাণ হৃদয়

      যাকে দেখো সে অশ্রু নিগড় জল।

           ওরা ভালোবাসে,ওরা ছিঁড়ে খায়

ভালোবাসা দিলে পরে,ভালোবাসা পেতে চায়।

আমিও তো দিয়েছি আমার সব-

                 পেয়েছি কি কিছু!

যা ছিলো শব্দ আমার মস্তিষ্কের শিরায় শিরায়।

      তাও তো সব পুরুষ প্রেমিক হতে পারেনা

ওরা তা বোঝেনা বুঝবে না কোনোদিনও।

        এর থেকে শরীর ব্যবসাও ছিলো ভালো

এই নদী বয়ে যাবে... থামবে না

                  গতি মন্থর করে নেবে আরও

কেউ না শুনলেও ক্ষতি নেই তবু বলে যাবে বারবার

                 কিছু দিয়ে পেতে গেলে

মাঝে আধেক কিছু রয়ে যায়,যাকে বলে ক্ষয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন