রবিবার, ৩ জুন, ২০১৮

দীপের কবিতা।



সহজিয়া প্রেমের আঙ্গিকে নব্য আলোড়িত কলম।
সাথে দুর্দান্ত মর্মান্তিক বাস্তব প্রেক্ষাপট।


১. সোহাগ অনুভূতি


 তোমার আঙুল ছুঁয়েছি

মুছে দিয়েছি তোমার কপালের মুক্তোর বিন্দুর মতো ঘাম ।

তখন তুমি চোখ বন্ধ করে

আমার স্পর্শ অনুভব করছো তোমার শরীরে ।

সারাদিনের ক্লান্তির ঘাম মুক্তোর বিন্দু হয়ে নামছে শিরদাঁড়া বেয়ে।

আমি দেখছি তোমায় অপলক নয়নে

এক প্রশান্তি আমার দুচোখ জুড়ে ।

সারাদিন অপেক্ষার পর তোমার স্পর্শ পেয়েছি।

তোমায় অনুভব করেছি আমার রোমকূপে , শিরা ও ধমনীতে।

তুমি এসেছো আমার বাহুডোরে

ধরা দিয়েছো অবলীলায় ।

ভরিয়ে দিয়েছো আমায় তোমার কোমল অধরের ছোঁয়ায় ।

তোমার শরীরের মাদকতায়

আমি উন্মাদ হয়েছি

তোমায় শরীরের পেলবতায় আমি এঁকেছি সোহাগ চুম্বন

তোমার কপালে ,চোখে,গালে

তোমার কোমল স্তনে,

আরও গভীরভাবে দাগ রেখেছি তোমার পেটে ,নাভি থেকে যোনি সর্বাগ্রে ।

ডুব দিয়েছি তোমার অতলে

গহন গভীরে ,

নিবিড় হয়েছে দুটি শরীর।

মিশে গেছে দুটো হৃদয় নগ্ন হৃদয়ে ।

উষ্ণ শ্বাস অনুভব করেছি দুজন

উষ্ণতা উপলব্ধি করে

ভালোবাসায় আর সোহাগে তুমি আমি ভেসেছি কামনার স্রোতে

চরম সুখের শীৎকারে

আরো কাছে এসেছি দুজন নিভৃতে ।

হাতে হাত রেখে স্বর্গ গড়েছি আজ রাতে ।




02.বেওয়ারিশ লাশ।


ঘনকালো মেঘ, বৃষ্টিরা ধুয়ে দিচ্ছে ধূলো ময়লা,

মাঝে মাঝে ঝোড়ো হাওয়া জানান দিচ্ছে উপস্থিতি।

ফুটপাত ঘেঁসে শুয়ে থাকা শিশু গুটিশুটি মেরে উঠে বসেছে, চেয়ে দেখছে প্রকৃতির তান্ডব।

কেঁপে উঠছে তার অর্ধনগ্ন শরীর,বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দিচ্ছে তার হাত,পা,মাথা

আশঙ্কা আর উদ্বেগে কাঁচুমাচু তার চোখ মুখ

আর আমরা জানলায় রাখি চোখ

প্রকৃতির এই রূপ বেশ মনোরম লাগে

কাব‍্য লিখি, গান গাই গুনগুন সুরে..

ফুটপাতে বসা শিশুর দল ভিজছে ওই দূরে

অসহায় মুখগুলো বৃষ্টি থামার অপেক্ষায় প্রহর গোনে,

মনোরম পরিবেশের ফায়দা তুলে এ্যালকোহলে ডুব দিই, মত্ত হই নিকোটিনের সুখটানে।

ধোঁয়া ধোঁয়া কালো ধোঁয়ায় নেশাতুর চোখ

রাত বাড়ে , উত্তেজনার পারদ চড়ে শরীর জুড়ে

হাতে গাড়ির স্টিয়ারিং ফুটপাত মাড়িয়ে যায় আইটেন , মার্সিডিজ

চাপা পড়ে অদামী শরীর ,

নয়তো শিশু, কিশোরীর ,যুবতীর শরীর ছিঁড়ে খায় মত্ত নরপিশাচের দল ।

পরের দিন বেওয়ারিশ লাশ হয়ে পরিচয় হারায় শব।

সরগোল পড়ে , থিক থিক জমা হয় ভিড় , স্মার্টফোনে ছবি ওঠে

চ‍্যানেলে চ‍্যানেলে কয়েকঘন্টা কাটে , বছরের পর বছর আদালত হাঁটে

অবশেষে চাঁপা পড়ে কলোরব , বোবা কান্নারা পথ হারায়

তুমি আমি , তোমরা আমরা রায় পড়ি খবরের পাতায় , চোখ রাখি বোকা বাক্সে

ফুলের মালায় সেজে গুজে আসামীর বেকুসুর খালাস

সবকিছু মিছে হয় , পরিচয় রয়ে যায় শুধু বেওয়ারিশ লাশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন