রবিবার, ৩ জুন, ২০১৮

সুব্রত চক্রবর্তীর কবিতা।




গ্রাম্য সোঁদা মাটির গন্ধে ঐকান্তিক প্রেমের আঙ্গিকে কলম।



১. কবিতা: বুক জুড়ে স্বপ্ন রাখি।


আমার বর্ণতুলিতে সরস্বতী এসে বসে /

উঠোনে জিরোয়  সুখ দুঃখ পাশাপাশি /

খেলাঘর ভেঙে গেলে আমিও পাললিক শিলা /

তখন মরা রোদ  ছায়া ফেলে  ঊষর প্রান্তরে /

তবুও সৃজনের স্বপ্ন দেখি /

প্রেমের লিপিতে আঁকিবুকি কাটি- /

শিমুল পলাশ মধুমাস /

ভালোবাসার মুখ এলোমেলো হাওয়া হয়ে হৃদয় ছুঁয়ে যায় /

কেউ রাত জেগে বসে থাকে জোনাকির  আলো হয়ে /
আবার কেউ  নির্ঘাত বুকে ফুঁড়ে  দেবে কাঁটা /

মন চলে বৃন্দাবন  কিম্বা নদীর চরে। /

ছাই  অথবা আরো একবার ফিনিক্স পাখি হতে চাই।



২. কবিতা: আমার উঠোন তোমার আল্পনা।


দেখো আকাশে আজ পরিযায়ী মেঘ /

নক্ষত্রেরা দল বেঁধে আজ নভশ্চর /

তুমিও পারতে হতে চন্দ্রপ্রভা কিম্বা জ্যোৎস্নায়  নিকানো উঠোন /

আমার ভারী চোখে ভিজে যায় রাতের হিমেল আকাশ /
অগ্নুৎপাত শেষে বুক জুড়ে গ্রানাইট শিলা /

পাথরের নিচে নদী অন্তঃসলিলা বয় /

আমি প্রমিত নদীর নাম রাখি অশ্রুলেখা /

তোমারো তো এলোচুল  আলুথালু রাত /

তবুও তোমার শাড়ির পাড়ে বসেনি এসে চুপিসাড়ে কোনো চোরকাটা /

এসো তবে কবিতার অভিসারে কাটাবো চন্দ্রমাস /
যারা কবিতায় ঘর বসায় /

ছোঁবে তোমার চন্দ্রহার অথবা আমার জয় পরাজয়।



1 টি মন্তব্য:

  1. "আমার উঠোন তোমার আল্পনা" - সার্থকনামা । শব্দ মাধুর্যে হারালাম।

    উত্তরমুছুন