বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

রণজিৎ পান্ডের কবিতা।



সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কলম রণজিৎ পান্ডের।


১. ভাগাড়তলির বাসিন্দা।


বেশির ভাগ মানুষ চাইলেই যদি মঙ্গল এসে হাজির  হয়

 তবে যোগ- বিয়োগের কোন  প্রয়োজন থাকে না

বেনো জলের নোংরা গুলোও   দম্ভভরে উড়ছে
কেননা

       কিডন্যাপারের চাওয়া বড়  অঙ্ক

       সেঁটে আছে চোখে মুখে

নিষেধ মানলে যেমন সিগারেট বেঁচে থাকে

  যমদূতদের  ছুটির কারণে আমরাও
অথবা

 ভাগাড়ের পচা মাংস যেভাবে উপাদেয় হচ্ছে

  সেই পথ বেয়েই  ঝুলে পড়ছে

   কাঙ্ক্ষিত সভ্যতা ও  সংস্কৃতি

                  এবং স্বেচ্ছাচারির   নামের তালিকা


২. সুজনেষু।

আবারও একটি কালো সিংহি  নিদান দিয়ে গেল যে

                  নিরামিষ খেলে সুস্থ থাকা যায়

ঠিক যেভাবে আলো ফেললে

                      নির্দিষ্ট স্থানটি দেখাতে অক্ষম হই

সেভাবেই আমরা মান্যবর গর্দভ হয়ে তাতেই  নাচতে থাকি

    যতদিন স্বাধীনতার ইমেজ ছিল

বিবেকের মাথায় যে কেউ কিল মারতে পারেনি

                       এমনটি  ঠিক   নয়

তবুও

    পায়ে কাঁটা ফুটলে যদি গর্ভবতী হবার সম্ভাবনা থাকে

তবে ঔদ্ধত্য গণতন্ত্র-রোগের এবং স্বৈরাচারের

             নামকরণও  আবশ্যক   হয়ে পড়ে

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন