বুধবার, ৩০ মে, ২০১৮

রাজিত বন্দোপাধ্যায়ের কবিতা।




নজরুলের বিদ্রোহদ্দীপ্ত অগ্নিক্ষরা কন্ঠে জাগ্রত

 কলম।


১. কবিতা: দিনকাল।


দিনকাল যে দিশায়

চুমা চামি গুলো দিও আড়ালে ।

নচেৎ আলিঙ্গনেই চামড়া খুলে --  

ডুগডুগি বাজিয়ে বুড়ো ভোমরারা  

গান গাবে যে মেট্রো ট্রেনের খোলে !

দিনকাল যে দিশায় --

গেল গেল রব চারিদিকে !  

কী গেল , কতটুকু গেল ,  

মাপ নিয়েছিলে কি নিজের ভরা যৌবনে ?

আজ দেখে রাগে --  

যতই ঠেঙ্গাও , তোমারও ওষ্ঠ      

ছিলনা কি এ ছবির অধীন ?  

পড়ন্ত রোদে চোখ নাহি চলে --  

তাই বুঝি রাগে হলে বিলীন !!




২. কবিতা: বিদ্রোহী।


হঠাৎ বেমরসুম বৃষ্টি এসে --  

ভিজিয়ে গিয়েছে দেখি স্মৃতির দ্বার !  

অনেক ছবি নষ্ট হয়ে পড়ে আছে    

বুকের গভীরে আমার ।      

তোমরা গিয়েছো চলে নির্বিকারে

যে যার পথরেখা ধরে --        

উৎসবের উপান্তে থাকা উচ্ছিষ্টের মত

পড়ে থাকা কিছু ছবি যেন    

আজো ডাক দেয় হৃদয়ে আবৃত তলে ।

শ্রাবণী --- কোথায় যেন তুমি ছিলে !  

বর্ষার ছিটায় ছিটায় আর কালের        

ক্ষয়ে যাওয়া দাগ ধরে --        

আজো দেখি হৃদয়ে গহীন অতলে  

তোমার হাতের স্পর্শ লেগে !    

জীবনেরে আমার ছুঁড়ে ফেলে গেছে  

কর্ম অবসর যেন বাহুবলে --      

এ পৃথিবীর সবেরই তো দেখি মূল্য আছে !  

সেই মূল্যের জগতে আমার কলমের দামে  

যায়নি কিনতে পারা সেই ছবি , তাই দ্রোহী !

তাই জীবনের অতল কর্দমের নীচে গাঁথা  

এ জীবনের একমাত্র বুনিয়াদে --  

হঠাৎ হঠাৎ জাগে কাঁপন , আর তুমি  

হঠাৎই অতল হতে দাও ডাক ,  

আর এ কলমও হয়ে উঠতে চায় বিদ্রোহী !



1 টি মন্তব্য: