রবিবার, ১৭ জুন, ২০১৮

অনিমেষ সরকারের কবিতা।



উত্তরীয় শুদ্ধ প্রেমে অবগাহনে আত্মার

 যুগ্মসন্ধিক্ষন,,,,,আঙ্গিকে কলম।


১. ফুলসজ্যার অ্যলবাম।


ফুলসজ্যার ঘরে আলো বন্ধ রাখা সৌহার্দের প্রতীক
অন্ধকাপড়ে ঢাকা পড়ে যায় শরীরের সমস্ত নগ্নতা
আলোর চাবিকাঠি আঁচলে আর বেঁধে রাখা হয়না
 বিছানার বেডশিটে লাল রক্তে ভেসে যাওয়া
সেভকের পাহাড় থেকে গড়িয়ে পড়া মিস্টি জল
ফ্যামিলি অ্যালবামের মুখোশে সাদা
ফিনফিনে সলতে দেয় টাঙিয়ে
অন্তর্বাস খুলে ফেলতেই সুডৌল পাহাড়ের বৃন্তদেশে
ডুব দিতে দিতে ভোরের উত্তেজনায় রস সমস্ত শুষে নেয়
যৌনতার গুহোয় প্রবেশের প্রবল দৈবাৎবাণী
''খুলজা সিম  সিম''
খুলে যায় কাটাকুটি খেলার ছক৷


২. ফেলে যাওয়া দিন।


পুর্ব প্রেমিকার রেখে যাওয়া লিপস্টিকের দাগ থেকে,
জমা হতে থাকে লাল ঘ্রাণ;
কন্ঠস্বরে ক্লান্তি,
ঝিমিয়ে যায় দিন;
সাজ আর টিশার্টে রাঙানো ঠোঁটের ছাপ
জন্ম দেয়
উত্তর প্রেমিকার৷

ঘুমের ওষুধ,
বাক্স বদল গয়না! অক্লেষে নিয়ে যায়
নুইয়ে পড়া দ্বীপ,

.গানের আসরে
স্যাড সঙ নিরাকার অন্তর্বাসের জলচ্ছবি;

কবিতার আকার,
ডায়েরির সাদা পৃষ্ঠায় ঘুরে ফিরে একই বর্ণ;
ফিকে যায় হয়ে নখের আঁচড়....

হৃদয় কুটিরে আশ্রয় খোঁজে,
থেমে থাকা উত্তরীয় প্রেম;

প্রশ্নের ছিপে উত্তর সহকারী,
গড়পড়তা শান্ত হয়ে আসা দিনলিপি;

একটি একটি করে কেটে যায় ,
ফেলে আসা দিন!

উত্তর,প্রেমিকার  মধুর আলাপ,
থেকে যায় শুধু পুর্বের ভাষাহীন সংলাপ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন