তোমার আবাল্য কিশোরী প্রেম শুধু আমি,,,,
তোমার নির্লিপ্ত নয়নের ভোগ আমি শকুন্তলা।
১. কাম কামানা।
অপরূপ দৃশ্য কামনা লিপ্ত নয়ন;
বাসনা ভরা মনে,তোমারে চয়ন।
ভেজা কেশ,অর্ধনগ্ন কায়া বৃত্ত;
প্রভাতে স্নান বেলা,দেখি নিত্য।।
চিত্ত ভরে ওঠে,খোপাতে ফুল;
দীপ্ত কায়া তোমার,কানেতে দুল।
এলোমেলো কেশ,বিকশিত বক্ষ;
কেমনে করি উপভোগ,ঐ দুপক্ষ।।
আলতা পায়ে রাঙিয়ে পথ চলা;
স্বপ্ন লাগেযে সব,কথা না বলা।
অপরূপ দৃশ্য গ্রাম্য যুবতী কন্যা;
যেন যৌবন নদীতে উঠেছে বন্যা।।
নগ্নকায়া নিত্য প্রভাতে হয় দর্শন ;
কখনো ঝড়ে পড়ে,কামের বর্ষণ।
শুধুই দেখেছি তারে উপভোগ নয়;
মনে সাধ ছিল,কামনা করতে জয়।।
2) উন্মুক্ত কায়াপদ্ম --
গ্রাম্য যুবতী কন্যা নিধিতে অবগাহন রত;
কালো কেশ গুচ্ছ জলে সিক্তকরণ।
বিকশিত বক্ষ,জলে নিমজ্জিত মধ্যদেশ;
কায়াতে জড়ানো হালকা আবরণ।।
বদন জুড়ে হাসি, বিরাজমান মৃদুমন্দ;
নিধিতে দীপ্ত কায়াপদ্ম প্রষ্ফুটিত ।
কায়াপদ্ম মধু খেতে সাধ জেগেছিল;
লালসা আবেগ রেখেছিলাম গুপ্ত।।
প্রভাতে উন্মুক্ত যুবতী কন্যা দর্শন ;
বিচলিত করেছিল,দীপ্ত কায়াপদ্ম।
কামক্ষুধায় মন,চেয়েছিল ছুটে গিয়ে;
একত্রিত ভাবে রতিক্রিয়ায় হতে লিপ্ত।।
চির কৃতজ্ঞ জানাই প্রকাশকদের
উত্তরমুছুনঅভিনন্দন ও শুভ কামনা রইলো।।
চির কৃতজ্ঞ জানাই প্রকাশকদের
উত্তরমুছুনঅভিনন্দন ও শুভ কামনা রইলো।।