রবিবার, ২২ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ৯



না সম্পর্কের সম্পর্ক
          ----নীলমেঘ

আষাঢ়ী আঁধারের বোবা চিৎকার গর্জে ওঠে রোষে...
রাতের রেটিনা রহস্য খোঁজে যুবতীর অন্তর্বাসে।

মনের বালিশে স্নেহের আশীষে পুত্র প্রবীরের বাস
জাহ্নবীর বুকে হাতড়ে দেখ্ তার বৃষ্টির মতো লাশ।

ধর্ষক ব্লেডে আজ রক্তাক্ত দেখ্ শত-সহস্র নারী
বশিষ্ঠপ্রেমে আলপিন গেঁথে তুলে নে অবাধ্য তরবারি।

শাপলা শ্রাবণে সাগর দেখেছে যৌবনা তন্বী তারা
নিষিদ্ধবেড়া পংক্তি ডিঙিয়ে সোমের পঙ্কিল অন্তরা।

হাজারো প্রবীর মুছে যায় রোজ পৃথিবীর নাট্যরঙ্গে...
ফসফরাস প্রেম অনন্ত আদি জোনাকির যৌনাঙ্গে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন