রবিবার, ২২ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ১০



বৃষ্টির মাঝে তুমি
মৈনাক চক্রবর্ত্তী

সরাদিনের টিপটিপ শব্দে বৃষ্টির কড়া নাড়া।
যেন এক অবাঞ্চিত আগন্তুক
হঠাৎ-ই ঘরে ঢোকার আবদার জুড়েছে।
পাশে একটা তন্বী নদী বয়ে চলে।
বৃষ্টির ঔরসে তার শরীর জুড়ে যৌবনের প্লাবন।
এক যুবতীর উত্তাপ
সংক্রামিত হয় দেহের লোমকূপে।
তার সহস্র চুম্বনের লোভে,
ভোলা যায় পৃথিবীর দুর্গম রহস্য।


বৃষ্টিভেজা উপত্যকায় একদিন
মৈনাক চক্রবর্ত্তী

সবুজ ঘাসের জীর্ণ উপত্যকায়
সীমান্তের কাঁটাতারের সূচালো জট
নীল নভঃ অলিন্দে কালো মেঘের জাল
বৃষ্টির স্নিগ্ধতা মাখে শরীরের রোমকূপ।

সেই বৃষ্টির ধূষর উপত্যকাতে
বৃষ্টিভেজা নরীর উষ্ণ আলিঙ্গনে শ্বাস
ভেজা চুল, কাঁপা ঠোঁট, সিক্ত শরীর
ওষ্ঠ ভেজা জল, বুনে যায় শ্রাবনের যৌনতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন