শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ৬



তোমাকে প্রনাম
(কার্গিলের জোয়ান শহীদদের প্রতি সশ্রদ্ধ প্রনাম)।

প্রশান্ত কুমার ঘোষ

তুমি বহুমুখী প্রতিভার আশীর্বাদ ধন্য।যেখানেই দৃষ্টিনিক্ষেপ করছে সেখানেই এঁকেছ সাফল্যের রণতরী।বিচক্ষণ রাজনীতিবিদ, নিঃস্বার্থ সমাজসেবী, শক্তিশালী বক্তা, সুপ্রসিদ্ধ কবি ও সাহিত্যিক, সাংবাদিক এবং বহুমাত্রিক ব্যক্তিত্বের সম্ভার ছিলে তুমি।তুমিই জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক।তোমার কাজের মধ্যে ছিল জাতীয়তাবাদের প্রতি পরিপূর্ণ নিষ্ঠা।তুমি ভারত মাতার সুসন্তান।দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করছিলে অহরহ।
জননেতা তুমি চলে গেলে!তোমার মানস গর্ভ থেকে যে শিশুটির জন্ম হয়েছিল,তাকে নিজহাতে তিলোত্তমার মত গড়লে,লালনপালন করলে,মহাবৃক্ষে পরিণত করলে জীবনে প্রতিটি ক্ষণ খরচা করে,ভ্রষ্টাচার মুক্ত দেশের শপথ নিলে,এগিয়ে দিলে প্রগতি-সমৃদ্ধি-শান্তির সুনামি।সন্ত্রাস মুক্ত করার জন্য বললে,"এক ইঞ্চি জমিও ছাড়ব না"।কায়-মন-বাক্যে নেতৃত্ব দিলে কার্গিল যুদ্ধের।জয়লাভ করলে,জিতিয়ে দিলে তোমার স্বপ্নের মাতৃভূমিকে।আর আজ তুমিই হেরে গেলে মৃত্যুর কাছে।
     আসলে সময় মহাপরাক্রমশালী
তার কাছে পরাজয় নিশ্চিত,কিন্তু সময়ের স্রোতে ডুবুরি হয়ে যা রেখে গেলে তা ভারতের আকাশে দীপ্তমান সূর্য হয়েই থেকে যাবে,তুমি মরেও বেঁচে রইলে আমাদের হৃদয়ে,দেশ মাতৃকার শিরা-উপশিরায়-রক্তে-মাংসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন