বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ৪



দেখো আমি বাড়ছি

   ---- দেবদূত

অ্যাকোয়ারিয়ামের পেটের ভিতর বাড়ছে ফুটবল
রাজনীতি-ধর্ম-সংখ্যায়
কেউ বলছে না এবার ক্ষেমা দাও সত্তর বছরের ভুল!

দুই মল্ল লড়ে ময়দানে
বাইরে তামাশা দেখে তার শতগুণ
কেউ বলেনি সেদিন, এবার নিয়ে যাও
শরীর শিরা রক্ত থেকে
দুই পাপিষ্ঠের জিন৷
সদ্যোজাতর নাক থেকে দূরে রাখো
বিষাক্ত হাওয়া ভাগ মন্থনের...

ফুটপাতের ভিড়ে
গুঁতো মেরে এগিয়ে চলুক ভারতবর্ষ
প্রতিটি গর্ত যেখানে কাঁকড়াময়
হে সমুদ্রগর্ভা ক্ষান্ত হও!
পশুর প্রসবে যে
                 মানুষের কাজ বাড়ে,
কে ফিরে যেতে চায় জঙ্গলে

ঝালে ঝোলে অম্বলে
কিছুতেই না থাকা সুখি পেপারওয়েট
আজ আপনিও ফেলে এসেছেন চশমা
না হলে ভারতবর্ষকে পাশাপাশি রেখে
একটুকরো বরফে মেপে দেখতেন
 সংখ্যায় কিছু রাখা নেই
আইসল্যান্ড সে কথাই বলেছে বার বার গুণের গুণিতকে

সেই সব দিনের মতো আজও
দর্শকের ভূমিকায় আমরা অবিচল থাকি নিরাপদে শুধু এই ভেবে

 আমাদেরও একদিন ভালো হবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন