শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

Butterscotch 10



১. কবিতা:

আসিফা বানু একটি পাখির নাম

অভিজিৎ দাসকর্মকার

নেকড়ে লেখা শুক্রাণুর লেজ মাথা ঠেলে ঢুকে পড়ে ষোড়শীর ঘরে
শরীরময় ক্লোরোফিল গন্ধ ততক্ষণ
চুপি কথার রিংটোন শোনা হয়নি জন্মাঙ্গের রজঃচৌকাঠে
মফসসলি পায়ে আসে দূর সম্পর্কের ভিড়
বলাৎকারি কুকুর খোবলায় কাঁচা দেওয়ালেই
পুংকেশরে ভেদ বমি, আর
বিবস্ত্র পরাগধানীতে অসংখ্য মেয়েলি যন্ত্রণা
মিডিয়ার পাশে মিডিয়ার প্রশ্ন
সারি সারি উলঙ্গ কংক্রিটের ইমারতি লজ্জারক্তে
পলিমাখা ঝিলামিস্রোত
কাঠগোড়ায় পোস্টমর্টেম হয় শ্লীল হীন শরীরের
তারস্বরে হৈ হৈ ধিৎকারি মোমবাতি মিছিল নিঃশব্দ হ্যালোজেন মোড়ে হাওয়াকেলিতে বাঁশি বাজে
শরীরময় চোরকাঁটার বাসা বিভাজিকা রেখায়
সোঁতা শূন্যে মেয়েবেলার মমি
ভাগাড়পথে মিশে যায় খাটুয়ার মোড়
মাথা নত মেয়েবেলায় পশ্চিমি ঝোড়ো কচিপাতারা উঠোনে
নোটিফিকেশনে টুইট্ আসে
মহিষাসুরীয় বৃত্তির বিধ্বংসী আঁচড় মাতৃত্বের বারোমাস্যায়
লাশঘরে অনুভূতি চেরা হয়
সংগোপনে নেশার গ্লাসে কচি লিভারের চাট কাশ্মীরি স্টিচ পড়ে
গলা থেকে যোনিপথে উড়ে যায় হলুদ পাখি
অন্য বাসায় কোকিলের ডিম
আসিফা বানু হলো একটি পাখির নাম।



২. কবিতা:

শরীর বিভাজিত ইজেল

অভিজিৎ দাসকর্মকার

আজ একটা শরীর খেলাঘর বাঁধে আমারই শরীরের ফেভিকল হয়ে
আবহ সংগীতে বেহালা গলা মেলায়
          লোমকূপে নাড়ি কাটার আর্তনাদ
                                    আর
কোমরের পাশে শুক্রাশয় থেকে উঠে আসে নাইটকুইন শোভা
পরাগরেণুর সামনে রসায়ন সমগ্র পড়ে আমরই সুষুম্না কান্ড
পঁয়তাল্লিশটি জানালার ওপারে জরায়ুর বন্ধ দরজা
                           সাড়া ফেলে
        বিভাজিত উপত্যকা জুড়ে
আমি দরজার পাশে দাঁড়িয়ে গঁগার জীবনী পড়ি
          সাদা তিস্তার স্রোতে
          গজগামিনীর স্কেচ
চুল থেকে বয়ে যায় স্নায়ুবিষ ইউরেনাস পথে অহল্যার ভাষা
গোড়ালি কিন্তু মেডিসিন খায়
          শরীরের ভিতরের শরীর
   গহ্বর উঁকি দেয় খাদেরও গহ্বরে
লালজল হয়ে বার করা হবে আনন্দ উল্লাস
    সমস্ত যতিচিহ্নের পরে
    ছেদ টেনে
আমি মাইকেল এঞ্জেলো আঁকবো আমার ইজেল জুড়ে।


৩. কবিতা:

বিভাস বেলায়

অভিজিৎ দাসকর্মকার

বিভাস বেলায় সা রে গা মা পা...
রোদ্দুর বেয়ে নেমে আসে বৃষ্টির রমণীয়তা
দেওয়াল আঁকড়ে বেড়ে ওঠে অসমান শরীর
আগলখোলা বাঁধন হুকে
বিভাজিত গুল্মের সারা গায়ে কারুকৃত।
           আমার জানা কিছু-
           গন্ধের জানা কিছু বা
           তানপুরার জানা কিছুর সমান নয়।
ধ্রূপদীয় শাড়ির এস্রাজি সুরে
কোমরের ক্যাপশনে বংশনিয়ন্ত্রক
লেপঘুমে ফাঙ্গাস
ইতিহাস রেটিনায় সিন্ধু জলের
মাউন্টেন ডিউ।
দুপুর সমান ভীম-পলাশি শালিক
কলাবতীরাত সমান অভিমানি মন।
লিপস্টিক ত্রিভুজে রামধনু যাপন
বিন্দুর জীবরসে তারাখসা...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন