বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

Butterscotch 9



৩. কবিতা:

ইনসাফের আগুন  

নাসির ওয়াদেন


আকাশের করুণচাঁদ বনের শব্দে ডুবেছিল
হিংস্রদুরত্ব কলসির ছিদ্র পথে উঁকি মারে
নির্জনতা নিঃশব্দে মেপে দেখে, আর
পা হিসেব কষেই হাঁটে হরপ্পার গলিতে  
ইঞ্চিতে ইঞ্চিতে পায়ের ছাপ
ভুতুড়ে ঘুমের মাঝে খোঁজে কোমল স্বপ্নকে

স্বপ্নগুলো বারবার প্রতারিত করলেও
কেমন আপনজন বলে মনে হচ্ছে
সহ্যের সাদাজল রূপান্তরিত স্বীকৃতি, যা
মানুষের চোখে বিরল সমষ্টির মাঙ্গলিকচিহ্ন
যুক্তিরা মার্গের পথে ইনসাফ চেয়ে নেবে ---

ইনসাফের আগুনে পুড়ছে বনপলাশের কাব্যগাঁথা




৪. কবিতা:

প্রজ্ঞার খাপতরবারি

নাসির ওয়াদেন


কেউ কেউ বলে ধর্মে বিশ্বাসী, আস্তিক নই
কিন্তু ওভাবে কী থাকা যায়
ধর্মেও,আবার জিরাফেও ---

মানবতা আমাকে টানে সাগরের গভীরে
দু এক পশলা বৃষ্টি ছাড়া ভালবাসা
আস্তিক হয়ে যায় মননভূমিতে ---

বাতাহত বিশ্বাস ক্ষয়িষ্ণু ঝড়ের ছবি
আঁকছে আমাদের কোমল স্ফারিতস্পৃহা

ব্যাকুলবাতাস দিয়ে আঁকি আলোর আল্পনা
সিঁদ কেটে ঢোকে অভাবী ভালবাসা
হয়তো এভাবেই নিত্যসংসারে আমাপা জল
দেহকোষগুলো ফাণা করে পলাশের উত্তাপে

এসো,প্রজ্ঞার তরবারি দিয়ে বেদনার আঁধারসমূহ কাটি
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন