৪. কবিতা:
জলচল
শাল্যদানী
*************
আচ্ছা তবে মাকড়সা বোনা জাল
মরচে ট্রামেতে ঘুণ
জলতরঙ্গে জল ছাপিয়ে
কলিং কলিঙ্গে খুন
ভ্যাপসা বৃষ্টি রোজই অনাথ করে
মাঝ রাস্তায় জল জমেছে খুব
মনের মতন গীটার যদি পেতাম
গীতবিতানে দিতাম আমি ডুব
তারপরেতে কু-ঝিকঝিক মেঘ
ফ্রেমে বন্দী কবিতার কারখানা
বন্দী কিন্তু তুমিও হতে পারো
ঠাকুর কিন্তু ঠেকাতে পারবে না
সেই মাকড়সাটা আজও জাল বোনে
পুরোনো দেওয়াল আস্কারা দেয় খুব
তুমিও কিন্তু কম যাওনা সোনা
তাই গীটার ছেড়ে তোমাতে দিয়েছি ডুব
৫. কবিতা:
মৃত্তিকা
শাল্যদানী
***************
বাইরে কোলাহল
গোপনীয় প্ররোচনা কানেকানে
ফিসফিস। ইতিউতি চাউনি
আহা বলুক বক্তা
বলতে দিক আসমুদ্রহিমাচল
বাঁধা দিও না।
ভেটকিমাছের পেটি কাঁসার থালায়
নারকেলকোরা সন্দেশ।
জামবাটিতে নীল দুধ
ভীষণ প্রত্যাশা
বিষে বিষে বিষক্ষয়
মৃদুজল হাসির বরফ
কাহারবা তালে ঠুমরি
যমজ যৌবনা কটুকাব্য
একে তাল
দুয়ে বা...
থাক। অন্য কোনো কাব্যে
পেনসিল বুকিং নারীদেশে
মাত্রারূপে মাতৃত্ব
পরিচয়ে নবারুণা
ভাষাতীত শব্দ।
মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন