শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

উমা পর্ব---১



কবিতা --১

               সোহাগ

         নাসির ওয়াদেন

কুয়াশার হিমে ভেজা
রূপালি বিছানায়
নিস্তব্ধ বাতাস গিলে ফেলে
হিংসার বীজ ----

যুবতির স্মৃতি আমি,
নিত্যদিন
হ্যারিকেন হয়ে জ্বলি

মেহেদী পাতার গন্ধমাখা
ধোঁয়া
জোছনার আলো হয়ে
ঝরে ধর্ষিত শরীরে••••

এবার বর্ষণের দিনে দেখি তুমি
কতটা সোহাগ ধরে রাখো

     
   কবিতা--২

 প্রদীপ
              নাসির ওয়াদেন

কেউ কথা রাখেনি, কেউ কথা শোনেনি
তথাপি প্রদীপ আলো ঢেলেই যাচ্ছে

কী বীভৎসতা ! মাথার ছাদে রজনী হাঁটে,
বুকে দুধে দুরন্ত আবেগী জোছনাঢেউ ,,,,

' মা ' বলে একবার, শুধু একবার ডেকেছিল ভোরের কুয়াশা
বাকি মিথ্যে, সব কাল্পনিক, মায়া,  সত্য শুধু
ঝুলে থাকা দুরন্ত ভালোলাগার বাসনা

বৃষ্টিচ্ছায়া,  গোপন অঙ্গ ছুঁয়ে দেখো
সত্যিই তুমি সতী আছো তো
নাকি অ-সতী,  তৃতীয় পুরুষ,,,,,

প্রদীপ তবুও জ্বলতে থাকবে অন্ধকার পোড়াতে
বিকল্প স্বপ্নের ভেতর বেঁচে থাকে মানুষের জীবন
                             --------


কবিতা --৩

              পরিবার 

         নাসির ওয়াদেন 

স্বপ্নে ভরতি শিউলি ভেজা রাত 
বি-নির্মাণে ভরে দেবে 
অনন্ত পুরুষ ---

পাহাড়ের বুকে রোপন করেছে 
অদ্ভুত আঁধার রাত 
শুধু ভাতের হাঁড়ি 
টানাটানি 
কখনও কখনও লাল হয়ে জ্বলা 
মাটির কুপির আলো 

বাড়ন্ত ভাত, শরীরে আগুনের ছ্যাঁক 
আমাদের পূর্ব পুরুষের গায়ে 

পরিবার •••জ্ঞাতি কুটুম্ব ••••সহোদরা 
অন্নপূর্ণা ফেরার অপেক্ষা----


কবিতা--৪

             উদীক্ষণ

                    নাসির ওয়াদেন 

সব সত্যিই মিথ্যে হয়ে যায় না, সরলতা 
চোখের আড়ালে ছায়া ছায়া খেলা নিত্য 
কীসের আওয়াজ ভরে আ-ফলা মাটির বুক ?
না, সেভাবে দেখেনি সর্বনাশ, আশঙ্কা,,,, 
স্নায়ু শিহরিত মুহূর্ত আচমকা নির্জন হয়ে যায় 
বুকে বুক রেখে শপথ করো-- প্রতিরোধ হোক ---

অভিমানের কোন শেষ আছে ? শেষটুকু সহিষ্ণুতার
হিসেবনিকেশ চুকে যাক কদমতলার নির্জন মুহূর্তে
তোমার কনফিডেন্সিয়াল ফাইলে চোখ বুলায় আর
ভাবি, স্মৃতির পেয়ালা কীভাবে ঠোঁট ছুঁয়ে আছে 
গভীরে,গর্তে 



1 টি মন্তব্য: