শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

উমা পর্ব--২



কবিতা--১

নিস্তব্ধ উঠোন  --আবদুস সালাম

  অসহায় ঝরে পড়ে পাড়া মহল্লায়
কিশোরী আত্মহত্যার মড়ক  খবরের শিরোনামে

সকালের  মনখারাপ বদলে দেয় রাতের ঘুম
ছন্নছাড়ার উঠোনে মরে যায় কল্পনা
বিন্দু বিন্দু অবিশ্বাস ঝরে সকালের রোদে
 

মনখারাপের আগুনে পুড়ে মরে সভ‍্যতা
পুড়ে ম‍রে শরতের অবিশ্বাস্য দলিল

অন্ধকার হাঁতড়ে মরে প্রজন্ম

কিশোরী প্রজন্ম ডুবে যায় অতলে,
বিধ্বস্ত নারী- প্রজন্ম নবীকরণ হয়
সর্বনাশের তাঁবুতে মিলে অবৈতনিক চাকুরী
বন্দী -শিবিরে  প্রতিধ্বনিত হয় বিনিদ্র- চিৎকার আর আর্তনাদ
রিংমাস্টার ছড়ি হাতে  নিঃশব্দ শাসনে মগ্ন

নিস্তব্ধ উঠোনে ঝরে  হতাশার আগুন
পুড়ে  যায় প্রজাপতি

@@@


কবিতা--২

নির্বোধ ---আবদুস সালাম

আদি মানবের রক্তে লেখা কামইন্দ্রিয়ের কবিতা
  এই ভাষাগুলোকেই  লোকে ভালোবাসা বলে
ভালোবাসা নিংড়ানো রসে হাবুডুবু খায় কামগন্ধ ব‍্যাকরণ

নির্বোধ অমাবস্যায় উপোস করে সূর্য
হৃদয় খুঁড়ে তুলে আনে সর্বনাশ

প্রেমের সমুদ্র উথালপাথাল হলে মানুষ বোকা বনে যায়
হারিয়ে ফ্যালে ঠিকানা
উত্তাল সমুদ্রে  হাবুডুবু  খায় পুনর্জন্ম

বিষন্নছাতার তলে ঢুকে পড়ে  কাম আর আর্তনাদ
@@@



কবিতা--৩

অনাহুত   ---আবদুস সালাম

  আয়োজন লেখা আছে প্রকৃতি জুড়ে
এক একটা সময় চেনা পথ ও অচেনা হয়
অব‍্যক্ত কথা আঁকা হয় অমসৃণ দেওয়ালে

লাল সংকেত ভেঙে প্রেম  ডানা মেলে
নিপুণ হাতের ছবিও বুঝে গ‍্যাছে সময়ের ব‍্যবধান
ভাদরের ভরা গাঙে নিশ্চুপ গল্পেরা সাজায়
অক্ষর
  আর ঝরা পাতাদের আয়ু দিয়ে যুবতি সাজায়  অনাহুত জলসা ঘর 

অনাদরে জাদুঘর জুড়ে অসংলগ্ন ঘুম
দ্রুত অক্সিজেন কমে আসে
হয়তো  বা পৃথিবীর আয়ু  কমে আসছে 

অসতর্ক মুহূর্তে উড়ে আসে বিচ্ছেদ
ঝনঝন শব্দে ভেঙে পড়ে বিশ্বাসের সেতু
@@@


কবিতা--৪

    অপরিচয় লিপি ---আবদুস সালাম

শুঁয়োপোকার ইতিহাসে রূপান্তরের ঘনঘটা
প্রাগৈতিহাসিক জীবনে শুধুই অপরিচয়
ভালোবাসার রূপান্তর মেখে ক্লান্ত হয় সময়


দিনবদলের সংবিধানে শুধুই মমির দীর্ঘশ্বাস
মেঘের মতো ঝরে পড়ে অপরিচয়
বুকে জড়িয়ে নিয়েছি ম‍্যাজিক পৃথিবী
দুঃসময়ের উপত্যকা জুড়ে বাস করছে ভূতগ্রস্ত ভালোবাসা


ঘরকন্না মিলে জড়ো হয় আর্তনাদ
দরজায় টাঙানো আছে সুন্দরের ভায়োলেন্স আর বিচ্ছিন্ন একক

ভালোবাসার তাঁবুতে জড়ো হয়ে আছে বিচ্ছিন্নতার মেঘ
ঝরে পড়ছে হাড়রঙা স্বপ্ন বৃষ্টি 
@@@@

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন