শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

উমা পর্ব--৩



কবিতা--সেইসব শরতেরা।


নাম--নিলয় নন্দী।


ট্রেডমার্ক শিউলি বা কাশ। বাকিটা অহেতুক...


এভাবেই নজরে পড়ে না খসা পলেস্তারা

নজরে পড়ে না রুক্ষ চুল, ছেঁড়া শাড়ি

অস্থির বারোমাস....


আটচালা জুড়ে পড়ে আছে কবেকার কাঠামো।

স্মৃতিপট মাটি ছানে কলির কুমোর

রঙ চড়ায় বয়সের বলিরেখায়...


প্রাচীন জনপদে পা রাখে শহুরে আশ্বিন

অনলাইনে বিকোয় নিটোল কারুকা

দ্রাঘিমা সংলাপ, শ্রাবণের খোলাচিঠি।


কান্না মনে রাখে না কেউ

কিশোরের কাঁধে মাথা রাখে সমকাম স্রোত

বৌদির হাত ধরে অপটু দেওর...


কবেকার অকালবোধন পূর্ণ মনস্কাম

শীর্ণকায়া শরৎ, প্রাগৈতিহাসিক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন