রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

পদ্মজা- ৬



১. কবিতা: ছায়াপথ

কৌশিক চক্রবর্ত্তী


ছায়াশিকড় নেমে গেছে বুক পর্যন্ত

কেউ নিতে পারছে না তার বেড়ে ওঠার দায়

ভেদাভেদ গড়ে উঠছে মস্তিষ্ক আর পথের মাঝবরাবর-


সরে যাবে বলে আজ আর কোনো রাষ্ট্র মানোনি তুমি,

শুধু ঝলসানো ঠোঁট সেজে পড়ে আছো কোথাও...

                                                 তুমিই উড়ন্ত প্রেমিক-


কত চুমু ধ্বসে গেলে চুকে যায় বিছানার ঋণ?

বুঝে নিও ক্ষত... ঈশ্বরের দায়-


সেই সদ্য পুড়ে যাওয়া খোলাপিঠে আরো সহস্রাব্দ

শুধু পরিশোধযোগ্য চারাগাছ জন্মাবে-





২. কবিতা: অপেক্ষা করো আরো

কৌশিক চক্রবর্ত্তী


রাস্তা সারাই করতে আমার আরো কিছুক্ষণ দরকার

কারন আমি উপোস করেছি সারাদিন


ভোর হতে খুব বেশি সময় বাকি নেই আর

সমস্ত বাড়ির ছাদে লুকিয়ে রাখা আছে বিজলীর বাতি

যুবতি নদীর মতো তারা জ্বলে

                                        আবার নেভে... জ্বলে...


সময় দাওনি তুমি-

এখন রাত ভীষণ গভীর,

কুয়াশায় নাম লিখে উপোস ভাঙছি আমি...


ছাদের রাস্তা সারাই হচ্ছে

ভালোবাসা পেতে নাহয় কিছুক্ষণ অপেক্ষা করো আরো...






৩. কবিতা: তবু প্রেমিক বোলো না

কৌশিক চক্রবর্ত্তী


তোমার আশেপাশে থাকার শর্ত একটাই -

                                                     বিপন্নতা...

আমি নিঃস্ব, দুঃখী চিরদিন,

কারণ আমার শরীরে কোন ল্যাম্পপোস্ট নেই...

নিজেকে বেঁধে রাখার জন্য যেটুকু সনাতনী সংগ্রাম

তার মধ্যে কোন অর্জিত কৃতিত্বও নেই...


প্রতিদিন কোমর জড়াতে আসে হুসেনের পেশাদার রঙ --

                                                                         মীনাক্ষী

তোমার সঙ্গে জেগে থাকার এই তো একমাত্র অধিকার...


আজ তোমার আশেপাশে প্রতিটি খাঁচা

শাস্তিঘর হয়ে গেছে -

তারা ঝুলিয়ে রেখেছে আমার মতো শতশত মানদণ্ড...


সেই অসংখ্য বুক চিরে আমায় কখনো প্রেমিক বোলো না--




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন