বিধবা
অমিত লৌহ
মাথার উপর দিয়ে উড়ে গেলো চিল
কাকগুলো সারা পাড়া মহল্লায় চিৎকার করে তোলপাড় করছে ।
ভেসে আসছে অদ্ভুত এক গন্ধ !
শয়ে শয়ে লোক ঘিরে রেখেছে একটি মৃত দেহ
শরীর ক্রমশ অসাড় হচ্ছে ।
পোয়াতি মেয়েটা আজ অনাহারে রয়েছে
পৃথিবীর সমস্ত আলো , অন্ধকার টেনে নিচ্ছে
মেয়েটা'র গর্ভ !
হঠাৎ কাঁটা লেগে বেরিয়ে আসে অর্ধ আবরণ বুক ,
চেয়ে থাকে কিছু লোলুপ দৃষ্টি!
আধো অন্ধকার তবুও চোখ টাটায় পুরনো সিঁদুরে লেপ্টে থাকা সিঁথি ,
আজ উনুনে পরেনি প্রলেপ ।
দূরে ভিক্ষুক আজ খালি হাতে ফিরে যাচ্ছে ।
অনতিদূরে ভেসে আসে একটি কথা "মেয়েটা বিধবা" ....
আজ আর কোন কবিতা নয় জন্ম-মৃত্যু বিধির শেষ শব্দ নারী
ক্ষয়াটে ললাটের শরীরে সিগারেটের পোড়া দাগ দগদগে ।
শূন্য গর্ভে হারিয়ে যাওয়া মেয়েটি খেলতে খেলতে জায়গা পেল নাম না জানা নরম পালঙ্কে
আজ খিদে নেই , আগের রাতে বেশি খাওয়া হয়ে গেছে তাই খিদে নেই ।
আজ নারী দিবস ,কেউ খাবার দেবে না !
মেয়েটা পোয়াতি
আধুনিকতার ছোঁয়া পেয়ে জানা যায় ...
গর্ভে যদি থাকে পুরুষ
জুটবে তবে মাথার সিঁদুর ।
আজ নারী দিবস
মিথ্যার আরো এক নাম নারী স্বাধীনতা
সভ্যতার শেষ লগ্নে জন্ম নিচ্ছে হাজার অশরীরী নারী !
প্রতিটি দৈর্ঘ্যের নারীর অধিকার কাল্পনিক
সন্মানিত নারী নৈব চ ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন