প্রেম
আবদুস সালাম
স্রোতের টানে নিরন্তর ভেসে যাওয়া
অন্ধকারের ভিড়ে নিমন্ত্রিত যুদ্ধ ক্ষেত্র
পাড় ভেঙে যায়
বিনম্র অন্ধকার হাতড়ে জাপটে ধরি দাঁড় ভাঙা নৌকা
বালুচর ডিঙিয়ে রাত ভোর হয়
হাবুডুবু খায় রক্ত মাখা ভোরের নিশান
চিৎকারে কেঁপে ওঠে অমোঘ বধ্যভূমি
বিরুদ্ধতার নিশান ঝুলছে সংসারে
সবুজ ঘাসে ঝলসে উঠেছে বিষন্ন মশাল
সময়ে অসময়ে ছুঁড়ে ফেলি চিত্তশুদ্ধির আরক
দায়িত্বহীন সেতার তোলে ঝংকার
হাততালির সংলাপে পান্ডুলিপি ভরে যায়
নিমন্ত্রিত সংসারে অনিমন্ত্রণ ঢুকে পড়ে
অসময়ের বুকে প্লাবন ঢুকে পড়ুক সমৃদ্ধির
স্নিগ্ধ সকালে পার হয়ে যাবো উৎকন্ঠার উপকূল
ফ্যাশন
আবদুস সালাম
আদিম পৃথিবীর দরজায় সাঁটা ছিলো না বিজ্ঞাপন ।কি জানি সে সময় ধর্ষণ নিয়ে সভা বসতো কিনা বিচার সভায় ।নুহুনবী,মূসনবী,ঈষানবী ,কৃষ্ণ যুগটা কেমন ছিল?
প্রেমের পাঠশালায় ক্রিয়া পদগুলি বিষাদ ও চাঞ্চল্য ছড়ায় ।ইতিহাসের স্তব্ধ পাতায় আঁকা ইঁদুরের স্বপ্ন ।
আদিম গুহায় তাদের অবাধ প্রবেশ।মহিলা পুরুষ ভরহীন শূন্যতায় উড়ে চলে।প্রশ্ন জাগে তারাও কি প্রেমের গান গাইতো? ভাষার ব্যাকরণ উল্টে দেখি পরাবাস্তব শূন্যতা।এখন শুধু মনে জাগে অভিশাপ গ্রস্থ প্রেম তখনও কি ছিলো না আজকের দিনে নতুন আমদানি।
মলিন উঠোনে নেমে আসুক সূর্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন