রবিবার, ২৪ মার্চ, ২০১৯

সন্দীপ পিপলাই


#নগ্ন_মানচিত্র

      #সন্দীপ_পিপলাই

ফেলে এসেছি লাবণ্য পূর্ণ মরীচিকা ...
     কুয়াশা আবৃত ইতিকথা পুড়িয়েছি স্লোগানে দেওয়া মিথ্যের আগুনে !
   আরাম কেদারা উপড়ে ফেলে হেঁটেছি গুণিতক মৌনতায় --
 মুখোশ পড়ে রোজ খেলি পাশা ,
           হারি , জিতি কাগুজে উষ্ণতা
     বান্ডিল ট্যাঁকে আঁকি সফলতার সিঁড়ি !

          বিক্রি হয় সত্তা , শরীর , বিবেক ....
  পুঁজিপতি কারখানায় ভক্ষকের রক্তবীজ---
          শোষণে গেলে জীবনের উষ্মা , পড়ে থাকে সাধারণ জীব ....
       পেটের মখমলে ক্যাকটাস গুঁজে রোজ পথ চলে আপামর  !
    বিছানা বদলায় সতীত্বের গর্ভ ...
   মাংসের দামে লেখা হয় ক্ষুদার গদ্য ,
           উচ্চবিত্ত গুলশানে রোজ আতর স্নানে সেজে ওঠে বিকাশের চালচিত্র !

     সভ্যতা !
     অক্ষরের আড়ালে থাকা চিৎকার ,  অবলুপ্ত , অদৃশ্য , বহিষ্কৃত সত্য !
    নগ্ন সমাজ , নাঙ্গা নীতি , তোষণ মেনে সমাজনীতি ---
        অর্থের পাল্লাতে মাপা জীবন !
রাজার নীতি চিবিয়ে খায় গণতন্ত্রের দালাল
         উচ্ছিষ্ট লেহনে গর্বিত জনগণ , রাতের গভীরে খুঁজে নেয় বন্দা প্রেম ।
        মালতী বুকে ঢেকে রাখে সহস্র বিপ্লব , বীর্যের বাঁধভাঙা স্রোত ....
       কতদিন নরম খাঁজে , উষ্ণ আছে খুঁজিনি বুকের অনুভব --এসো মোর প্রিয়া !

   আগামী খোঁজে তার ইতিহাস...
       খাবলানো শরীর জুড়ে ভোগের নেশায় মাতোয়ারা শাসক !
               চিতার আগুনে পড়ে রয় মনুষ্যত্বের নগ্ন মানচিত্র ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন