#বেশ্যার_প্রদীপ:-
#সন্দীপ_পিপলাই
কুকুরের গ্রীবা....
আঙ্গুলের নখে ব্যাবিলনী হিংসা
কচি শরীর ঘিরে জিভ লকলক
ফুটো ছাদে মেহগনি লিপ্সা
উঁচা হয়ে স্তনের বোঁটা
চোষ দেখ সমাজ এক বঞ্চিত ছিবা।
লিঙ্গের আগুনে গুঁজে দে বোধের মুখ
সবটাই কামনার কায়া
যুগান্তর ধংসের পোষা মাগী...
তুই আমি অলিখিত কুঞ্চিত ছাগ।
বলির রক্তে গৌরবের চিতা
নিষ্প্রাণ গতিশীল অবাক বিস্ময় !
কি মজা মানব আমি
পরাধীন হাতের নিচে স্বাধীন ঝান্ডা,
গণতান্ত্রিক চার অক্ষর।
ভোগের বাটিতে চর্চিত নেশা
দিবসের আড়ালে কুপিত শূকর...
পর্দা খসা সতীত্বের উরুর ফাঁকে, সামাজিক স্থাবর।
বিষ দাও অমৃত পচা লেবুর ছত্রাক...
সাপের দাঁতে সবুজ পরাগ ,
গরল সমুদ্রে পৃথিবী আবৃত। সাজানো প্লেটে রঙ্গিন জীবন,
অংক কষে শিখর ছোঁয়া ---
শুকনো বীর্য ফেলে প্রতিপালন
জনগণের গ্রাফ বেশ্যার প্রদীপ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন