১.
অন্তবর্তী ভালোবাসা
রুনা দত্ত শর্মা
কখনো পুরুষের মতো মুগ্ধতায়
চোখে চোখে রাখি ভালোবাসি,
কখনো বা জেগে উঠি----
চিবুক ঠোঁটে নাভিতে রেখে যাই
আমার বেহিসেবী ভালোবাসার
কিছু নিজস্ব চিহ্ন---
কখনো নারীর মতো স্নিগ্ধতায়
হাতে হাত রাখি ভালোবাসি
কখনো বা জেগে উঠি ----
পুরুষের তপ্ত ভালোবাসায়
অবিন্যস্ত শরীর যেন হয়
গোপন সঙ্গমে মগ্ন---
নারীর মতো বা পুরুষের মতো
পারস্পরিক আবিষ্কারে
উঠে আসে এক নিগূঢ় ভাবনা---
মনকে আধার করে দেহজ প্রেমের
স্রোতে ভেসে যাওয়া যেন
অপার্থিব সুন্দর চির সাধনা----
এই অন্তবর্তী ভালোবাসার বোধ আজও
জেগে থাকে গভীর থেকে গভীরে,
আর আমিও যেন অর্ধনারীশ্বরের
ভাবনায় রয়ে যাই যুগ থেকে যুগান্তরে
২.
শরীর অভিমুখী মনন
রুনা দত্ত শর্মা
নারীর শরীরে চাঁদ খেলা করে
জোনাকির মতো...
ঠোঁটে জেগে থাকে,
মায়াবী রাতের নির্যাস।
নারীর খোলা চুলে
বন্য ফুলের সুবাস ,
চিবুকে নিবিড়
বনানীর স্নিগ্ধতা।
নারীর বুকে আজও
চাঁপা ফুলের সৌরভ ,
মৃগনাভীতে জুঁই ফুল
আতর হয়ে জন্মায়।
নিটোল পায়ে নূপুরের ছন্দ
বন ময়ূরীর মতো চঞ্চল,
তন্বী কোমরে অরণ্যের
মেদুর নির্জনতা।
বুনো হরিণীর মতো শরীরে
রহস্যময়তা দানা বাঁধে,
এক গভীর ভালোবাসার বোধে
আছন্ন হয় শরীর অভিমুখী মনন।
অন্তবর্তী ভালোবাসা
রুনা দত্ত শর্মা
কখনো পুরুষের মতো মুগ্ধতায়
চোখে চোখে রাখি ভালোবাসি,
কখনো বা জেগে উঠি----
চিবুক ঠোঁটে নাভিতে রেখে যাই
আমার বেহিসেবী ভালোবাসার
কিছু নিজস্ব চিহ্ন---
কখনো নারীর মতো স্নিগ্ধতায়
হাতে হাত রাখি ভালোবাসি
কখনো বা জেগে উঠি ----
পুরুষের তপ্ত ভালোবাসায়
অবিন্যস্ত শরীর যেন হয়
গোপন সঙ্গমে মগ্ন---
নারীর মতো বা পুরুষের মতো
পারস্পরিক আবিষ্কারে
উঠে আসে এক নিগূঢ় ভাবনা---
মনকে আধার করে দেহজ প্রেমের
স্রোতে ভেসে যাওয়া যেন
অপার্থিব সুন্দর চির সাধনা----
এই অন্তবর্তী ভালোবাসার বোধ আজও
জেগে থাকে গভীর থেকে গভীরে,
আর আমিও যেন অর্ধনারীশ্বরের
ভাবনায় রয়ে যাই যুগ থেকে যুগান্তরে
২.
শরীর অভিমুখী মনন
রুনা দত্ত শর্মা
নারীর শরীরে চাঁদ খেলা করে
জোনাকির মতো...
ঠোঁটে জেগে থাকে,
মায়াবী রাতের নির্যাস।
নারীর খোলা চুলে
বন্য ফুলের সুবাস ,
চিবুকে নিবিড়
বনানীর স্নিগ্ধতা।
নারীর বুকে আজও
চাঁপা ফুলের সৌরভ ,
মৃগনাভীতে জুঁই ফুল
আতর হয়ে জন্মায়।
নিটোল পায়ে নূপুরের ছন্দ
বন ময়ূরীর মতো চঞ্চল,
তন্বী কোমরে অরণ্যের
মেদুর নির্জনতা।
বুনো হরিণীর মতো শরীরে
রহস্যময়তা দানা বাঁধে,
এক গভীর ভালোবাসার বোধে
আছন্ন হয় শরীর অভিমুখী মনন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন