একটি চুমু'র ইতিকথা
--- আসাদুল ইসলাম প্লাবন
সাত মাত্রার ভূমিকম্পেও প্রাণ কাঁপেনা আমার
উত্তরের হিমেল বাতাস আর তুষারপাত
আমাকে কাবু করতে পারেনি
আমার রোমশ বুকে তোমার ফেলে যাওয়া
সেই উদাসীন চুমুতে যতোটা কেঁপেছি আমি
ঐতিহাসিক চুমুতে আমি ভেঙেছি, গড়েছি,
নিজেকে চিনেছি নতুন করে
ভিসুভিয়াসের জ্বালাময়ী উদ্গিরণ
আমাকে পোড়াতে পারে না
প্রশান্ত মহাসাগর আমাকে ভাসাতে পারে না
কেবল একটা চুমু আমাকে যেমন করে পোড়ায়
কিংবা ভাসায় চোখের জলে
ভোটের অমোচনীয় কালির মতো লেগে আছে
চুমুর দাগ
প্রচন্ড দূষিত এই নগরীতে শ্বাস বন্ধ হয়ে এলেই
আমি শার্টের বোতাম খুলে অক্সিজেনের মতো
গিলে খাই সেই চুমুর গন্ধ
আমাকে উদ্ভ্রান্ত করে, আবার আমার মদের বোতলে উঁকি মারে বাঁচার প্রেরণা হয়ে
আমার বেদ, আমার বাইবেল
আমি কবি নই, প্রেমিক নই, কিংবা আমার নেই কোন বিত্ত-বৈভব
আমি কেবল একটি চুমুর মালিক
চোখে-মুখে আর হৃদয়ে হাজারো ক্লান্তি নিয়েও
আমি মহাবীর আলেকজাণ্ডারের মতো রচে যাই
যক্ষের ধন চুমুটার সপ্তবর্ণা ইতিহাস !...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন