চুম্বন /
গৌতম কুমার গুপ্ত /
চুমু লিখছিলাম।বর্ণ ও প্রকারের।গান্ডীবে যে সব তূণ আছে চুমু অন্যতম।
একটা অন্ধকার রঙের জামা পরে হাঁটছিল এক শরীর।যুবা শরীর।উষ্ণতা ছিল অনিবার্য।
আলোয় ফুটছিল অজস্র ঠোঁটফুল।ঈষৎ কপিন রক্তবর্ণ ও মেদুর গোলাপী।
শরীরের ডালপালায় দোলা দিচ্ছিল আতরবাতাস।
ফুলেদের রেণুপাপড়িতে শিহরণ ছিল।
শরীরের রঙে আজ ফাগবসন্ত।চোখ ছুঁড়ে দিচ্ছিল
প্রেমরঙের বসন্তবিলাপ।
অকস্মাৎ ফতুর হল শারীরিক অনিচ্ছার পৌরুষ। প্রবল দহনে পুড়ে গেল তৃষা।
দাহদৃষ্টিতে জোব্বা খুলে দেখল কোথাও কোন চুম্বন প্রতীতি নেই। পড়ে আছে কঠোর রংচটা খসটেপানা ঠোঁট।
গৌতম কুমার গুপ্ত /
চুমু লিখছিলাম।বর্ণ ও প্রকারের।গান্ডীবে যে সব তূণ আছে চুমু অন্যতম।
একটা অন্ধকার রঙের জামা পরে হাঁটছিল এক শরীর।যুবা শরীর।উষ্ণতা ছিল অনিবার্য।
আলোয় ফুটছিল অজস্র ঠোঁটফুল।ঈষৎ কপিন রক্তবর্ণ ও মেদুর গোলাপী।
শরীরের ডালপালায় দোলা দিচ্ছিল আতরবাতাস।
ফুলেদের রেণুপাপড়িতে শিহরণ ছিল।
শরীরের রঙে আজ ফাগবসন্ত।চোখ ছুঁড়ে দিচ্ছিল
প্রেমরঙের বসন্তবিলাপ।
অকস্মাৎ ফতুর হল শারীরিক অনিচ্ছার পৌরুষ। প্রবল দহনে পুড়ে গেল তৃষা।
দাহদৃষ্টিতে জোব্বা খুলে দেখল কোথাও কোন চুম্বন প্রতীতি নেই। পড়ে আছে কঠোর রংচটা খসটেপানা ঠোঁট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন