১.
গতযুবতি চাঁদ
রাখী সরদার
বহুবার ব্যবহৃত হতে হতে
গতযুবতি চাঁদ
নবযৌবনা
কেননা আজ দোলপূর্ণিমা ।
চন্দ্রভগ্নাংশ জোড়ের খেলার সময়
আদিম রোমশ গাছের প্রতিটা
রোমসন্ধি থেকে ঠুকরে ঠুকরে
তুলে নাও উষ্ণতা,
আমি খুলে ফেলি কৌশলের কাঁচুলি
পাতায় জমছে গভীর রাত
চলুকনা গোপন স্রোতের মতো
দীর্ঘস্থায়ী দুষ্টুমি...
--------*------
২.
ভীষণ চুম্বন
রাখী সরদার
চলমান পৃথিবী ঘেঁষে ভীষণ
চুম্বন দাঁড়িয়ে ...
কৃষ্ণচূড়ার লালে সর্বনাশের ওড়াউড়ি
নুয়ে পড়েছে চৈতিরাত
খাজুরাহের নগ্নিকার পাথুরে স্তনে
জিভ ছুঁয়ে আধুলি চাঁদ
সাদা আলো ফেলছে ...
আমি গুটি পোকা থেকে ক্রমশ
প্রজাপতি হয়ে পড়লাম... ডানায়
মগ্ন উচ্ছ্বাস
উড়ে চলেছি কামুক লাল ফুলের
নাভি থেকে নাভিতে...
নাছোড়বান্দা চুম্বন নিয়েছে পিছু
ঠোঁট ঢেকে আমিও উড়ছি...উড়ছি।
অবশেষে আমার
উদ্দেশ্যে এলোমেলো অভিশাপ ---
প্রজাপতিদের যৌন অহঙ্কার থাকতে নেই
বিশেষত তীব্র বসন্তে ...
৩.
আস্টেপৃষ্টে চাই...
রাখী সরদার
এখনো...
আমার বুকে টহল দেয়
ঝাল মুচমুচে আহ্লাদ
মনে পড়ে যায়...
শিমুল জারুল হয়ে
হেঁটে যেতিস
কাঙাল চোখে দেখতাম ।
আজ...
আবার সেই ফাল্গুন
আবার লাল রোদ্দুর
তোর চোখে পুড়তে পুড়তে
নির্দ্ধিধায় বলি--
"তোকে আস্টেপৃষ্টে চাই ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন