শনিবার, ৯ মার্চ, ২০১৯

পল্লব রায়


আজ এই অন্ধকা‌রে  চ‌লো এই অন্ধকা‌রে

                  পল্লব রায়


‌বো‌ধের উষর ভূ‌মি‌তে জ্বে‌লে দিই  ফস‌লের উপাখ্যান এ‌সো ঠোঁ‌টের গভী‌রে ডু‌বি‌য়ে ঠোঁট দুজনায় হ‌য়ে উ‌ঠি দুজ‌নের ভাষাহীন কথার পাঠক

চ‌লো সারা গায় মে‌খে নি‌য়ে আদর আতর

অসম‌য়ে ডে‌কে আ‌নি প্রে‌মের বতর,

চ‌লো সা‌ধের সু‌তোয় বেঁ‌ধে দুঃখ উড়াই

পৃ‌থিবীর প‌থে প‌থে পিরিতের আগুন ছড়াই!

ভুল‌ো না তোমার কথায় উজাড় ক‌রে‌ছি সব নি‌ষে‌ধের গন্ধ
দ্বিধার কাঁটাতার মা‌ড়ি‌য়ে এ‌সো সমুদ্র সঙ্গ‌মে ভে‌সে যাই ফেনায় ফেনায় !

যেমন আঁছ‌ড়ে প‌ড়ে শান্ত নদীর জ‌লে দমকা বাতাস

তেম‌নি আঁছ‌ড়ে প‌ড়ো আমার প্রা‌ণে !

প্রে‌মের শি‌শি‌রে ভিজুক চিবু‌কের ক‌চি ক‌চি ঘাস

চ‌লো আঙু‌লে আঙুল ছুঁ‌য়ে

ক‌রি কিছু বৈ‌দিক ভা‌লোবাসা চাষ!

খু‌লে দাও খু‌লে দাও বু‌কের বোতাম

আ‌মি সু‌ডৌল হিমাল‌য়ে পুঁ‌তে দেই হিজ‌লের গাছ!

চ‌লো ‌পাল‌কে পালক ঘ‌ষে উ‌ড়ে যাই
ভে‌ঙে দি‌য়ে ঋতুমতী মে‌ঘে‌দের লা‌জের দেয়াল

দু-হা‌তে কু‌ড়ি‌য়ে নেই জীব‌নের নিগূঢ় মা‌নে !

য‌দি ডু‌বে যায় চাঁদ

সমস্ত নক্ষত্র বা‌লিকারা নি‌ভি‌য়ে দেয় আকাশ প্রদীপ

তু‌মি হতাশার রুমা‌লে মু‌ছো না দুচোখ

তোমায় রা‌ঙি‌য়ে দেব দুহা‌তে উজাড় ক‌রে প্রণয় আ‌বির !

চ‌লো রা‌তের গহীন খুঁ‌ড়ে খুঁজে আ‌নি রো‌দের মি‌ছিল

চ‌লো রা‌ত্রি সাজাই মিল‌নের উৎক‌র্ষে

তু‌মি আকা‌শের ম‌তো মে‌লে ধ‌রো নি‌জে‌কে

আ‌মি হই দুরন্ত এক বু‌নো চিল!




যখন মধ্যরাত

পল্লব রায়

এখন মধ্যরাত
এ সময় সস্তা বেশ্যার হৃদ‌য়েও হেঁ‌টে যায় প্রে‌মি‌কের ফুটপাত
এ সময় প্রে‌মের চে‌য়ে প্রকট হ‌য়ে ও‌ঠে দু-ই‌ঞ্চি জ‌মি‌নের অ‌ধিকার,
এ সময়  অ‌লৌকিক বর্ষাফল‌কের ম‌তো বেয়াড়া আঙুল ভেদ করে চ‌লে অন্ধকার
মুকু‌লের অ‌ন্বেষায় উ‌ন্মো‌চিত হয় দে‌হের ত্রি‌পিটক
আ‌মি ধ্যানমগ্ন হই ক‌ল্পিত বোধিবৃ‌ক্ষের ছায়ায়
‌হেলায় মা‌ড়ি‌য়ে চ‌লি‌ প্রেমহীন পৃ‌থিবী ও মানু‌ষের ঈশ্বর!

শ‌া‌ড়ির আড়াল ভে‌ঙে তু‌মি উন্মুক্ত হ‌লে
আমার না বলা কথারা ঠোঁট থে‌কে চুম্বন হ‌য়ে খ‌সে প‌ড়ে
অন্তঃস‌লিলা নদীর ম‌তো তোমার আজলা ভরা বিশ্বাস
বুক থে‌কে ভা‌সি‌য়ে নি‌য়ে যায় বেদনার খড়কু‌ঁটো
ভা‌সি‌য়ে নি‌য়ে যায় ব‌ধির পাথর !
আ‌মি  জীবন রোপণ ক‌রি তোমার না‌মে আগ‌লে রাখা শূন্যতায়
প্রচ‌লিত সম‌য়ের ফ্রে‌মে বাঁধা নিয়ম ভে‌ঙে
‌পোকা ধরা রক্ত ও কল‌মের ডগায় মে‌খে নেই
প্রণ‌য়ের নগ্ন আদর!

রাখাল ঋতুর হাত ধ‌রে
শুক‌নো পাতার ম‌র্সিয়া মু‌ছে হেঁ‌টে আ‌সে বসন্ত বিপ্লব
তখন তোমার পাহা‌ড়ি  বু‌কের নির্জন উপত্যকায় বিস্তীর্ণ
নারী‌ত্বের বন্ধুর প‌থে হাঁট‌তে ভা‌লো লা‌গে
ভা‌লো লা‌গে ‌আর একটু জ্বালা পোড়া
তোমার ‌বেগতিক নিঃশ্বা‌সে ‌বে‌ড়ে যাওয়া কামনার আঁচ!

এখন মধ্যরাত
বু‌কের বা‌লিশ ব‌ন্দি ই‌চ্ছের চুপসা‌নো শিমুল জা‌নে
আমার কৃ‌ষি প্র‌তিভা বিলুপ্তির ইতিহাস,
ভীষণ  ই‌চ্ছে ক‌রে
‌তোমা‌কে আকণ্ঠ পান ক‌রে
‌মিল‌নের শেষ স্তবক থে‌কে তুলে আ‌নি দিব‌সের নতুন আলো!
ভীষণ ই‌চ্ছে ক‌রে মধু‌পের মতো

আ‌মিও ফু‌লের ব‌নে যাই
রা‌তের গতর থে‌কে খু‌লে নিই বির‌হের পু‌রো‌নো পোশাক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন