শনিবার, ৯ মার্চ, ২০১৯

মোহাম্মদ আরিফ

অলমতি
মোহাম্মদ আরিফ

ভুলে যেতে চাই তোর পায়ের নীচে আকাশ।
ভুলে যেতে চাই তোর মিছিল-মথিত প্রেম।
ভুলে যেতে চাই তোর চিবুক ঘেঁষা তিল।
কবে যেন চায়ের নিমন্ত্রণ তোর চোখা চোখা বুকে?
গোলাপ, শিউলি, রডোডেনড্রন আর চাপ চাপ শহুরে।
সে ছিল বহল ফলের আঠায় আম-‌আঁটির ভেঁপু,
কিশোরী ফ্রকে অনেকটা দুর্গা, দুর্গা।
শুধু মৃত্যুকালীন যন্ত্রণা ঝপ্ করে
গভীর জলে পড়ে তরঙ্গায়িত নিত্য দুখ-
আবার না-ছোড় অতি বাম।
ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই।

কাল ছিল ভেজা দুপুর, তোর খোলা চুলে
রজঃ ক্লান্তি। আমি এক পা বাড়াই
দু-পা পিছোই, মাথায় আছে চায়ের নিমন্ত্রণ।
রাজনীতির উড়ো খৈ, হঠাৎ করে শেয়ার-পতন।
ইডেন-গার্ডেনে শেষ চুম্বন।
হতে পারবি কি সাধন-সঙ্গিনী?
তবে সব ভুলে আয় পঞ্চবাণে ঝাঁপাই
কুম্ভক ভুলে ডাহুক ক্রিয়ায় দুই আত্মার সমীকরণে
হৃদয়ে পদ্মে উলট-পুরাণ-লম্ফঝম্প পায়ের
নীচে মেদিনী ভজে শুধু দোঁহারে।

রথযাত্রা
মোহাম্মদ আরিফ

রশিতে দিই টান---
ঝেঁপে আসে মেলার উৎসব, তোর ভেজা চুলে
সুগন্ধি তেল। দাদুর হাতে অসীম ভরসা।
মুখ জুড়ে জিলিপির রসালাপ,বাদাম দানার
তাথৈ নাচ। কৈশোর খোঁজে আঁতিপাতি
মেলা জুড়ে তোর দু চোখ।
তখন ভেজা চুলের সুগন্ধী ক্ষণ
হঠাৎ যৌবন বুকের ভেতর ধুকুরপুকুর
হৃদয়পেশী কাতর হয়।

রশিতে পড়ে টান----
অন্ত্রের যুগপৎ যুগোপযোগী সাধন,
হৃদয়পেশী কাতর হয়।
অনির্দেশের পথে চলে এ দেহরথ,
সটান, দোদুল্যমান, হাঁটে, ভাসে,ওড়ে
লুকায়, হারায়, খোঁজে--
বহু আকাঙ্খিত ভবিষ্যত, বহু প্রতিষ্ঠিত বর্তমান
মেলা ফেরত কাদা-পা অতীত।
প্রচেষ্টার অহরহ রকমফের, নিজেকে ভেঙেচুড়ে
ভাঁড় সদৃশ অন্তঃক্ষরণ।
পথ কতটুকু দিলেম পাড়ি?  শুধুই চক্রমণ।
যদিও ভাবি গালভরা স্বয়ংসিদ্ধ।
অবয়ব হল না সমাধা। তাই রয়ে আছি
একমেব ঠুঁটো জগন্নাথ।


এ বসন্তে
মোহাম্মদ আরিফ

পুলকিত ফাগ তনু অভিসার অনলে,
পলাশ বিস্ফারে বুঝি যুগ - বিপ্লব করালে! খোঁজো তুমি ছোঁয়াচে হাওয়ায়,
বিদারক আকাশে, এলায়িত নদীতটে।
আমি তো তোমার‌ই আছি,
চুম্বনপ্রদাহী আগ্নেয় প্রক্ষালনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন