শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

পার্থ চট্টোপাধ্যায়

#নগর_কীর্তন

পার্থ চট্টোপাধ্যায়।

ঘুমেরও ঘুম আছে পৈতৃক দখলে
স্রোতবহা কল্লোলিনীর শান্ত অথচ অগভীর
অববাহিকার আড়ালে
যে পুরুষালী স্বর ভেসে ওঠে দু-একবার
তার শরবিদ্ধ জঠোরায় আকাশবাণী ঘনিয়ে আসে,
উঁচু উঁচু আধখোলা জানালার
ভেতরের গল্পগুলোকে জানতে হলে
এক তৃষ্ণার্ত সাহারা মরুভূমি তোমায় পড়তে হবে।
সূর্যাস্তের রোদ যতটা ম্লান হয়-
তার আত্মপরিচয় তার থেকেও কিছুটা ম্লানতর,
রাস্তায় তাকে পাশ কাটিয়ে যায় বিষস্পর্শী চক্ষু
আসন্ন সীমারেখার ধারে যে ব্যারিকেড লাগানো হয়
সেখানে প্রেম পদাবলী লেখা হয় না তাদের।
প্রজন্মের সূত্র দিয়ে প্রশ্ন তোলা হয়-
এই লাবণ্যে কি জ্যোৎস্নার রূপ দেওয়া যায় ?
বানভাসি হয়ে আমি বলি-
এ জন্মে যে শুয়োঁপোকা টা মারা গেল
তার পরজন্মে সে প্রজাপতি হয়ে উড়বে ঠিক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন