শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

রাজেশ কান্তি দাশ


মিটমিটে উপল

রাজেশ কান্তি দাশ

শ্যামলিমা প্রান্তরে স্নিগ্ধ আকাশ
সুজলা সুফলা বাংলার ফসলের মাঠে বাসন্তী ঢেউয়ের দোলা।
ক্ষুধার্ত দিনমজুরের অনাহারী চোখ দূরে চেয়ে দেখে শকুনের মাতব্বরি ;
সমুদ্র নদীকে করছে অবহেলা।
প্রেমের সাথে যুদ্ধের বর্জিত খেলা
দ্বন্দ্ব- সংঘাতেে মচকায় নোঙর
বাউরি বাতাসে ঝরে গাছের পাতা, সজীবতা হারায় জনপদ
কে বা কারা যেন হয়েছে হাঙর,
প্রতিরোধের অপেক্ষা ক'রে নির্যাতিত আত্মা,
গর্জে উঠে কবোষ্ণ প্রতিবাদ
ক্ষয়িষ্ণু মেরুদণ্ড জড়িয়ে ধরে শকুনের গলা।
বিস্ময়ে শুনা যায় কান্নার ম্রিয়মান বুদবুদ, শকুনের খোঁয়াড়ে ঝরাপাতার আর্তনাদ ;
সৈকতের পারে মাটির ভাঁজ, অপ-তেজ-ব্যোম সবই সাক্ষী গোপাল
মিটমিটে উপলে নীলকমলের বাতাসী ছন্দ
নিপীড়িত আত্মা প্রতিরোধের স্পৃহায় জন্ম নেয় সূর্যের জঠরে ;
অমানিশার কালিমা ভেদ ক'রে উদিত হয় প্রথম সকাল।
দিগন্তের কোনো শহরে জ্বলে উঠে দীপাবলী
সাঁঝবাতি জ্বালায় কম্বুকণ্ঠী গ্রামের বধূ...
পাখির কলরবে কলম শানিত হয়ে লিখতে শুরু ক'রে সবুজের পদাবলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন