ক্ষুধার্ত
অভিজিৎ_দত্ত
একটা মিছিল এগিয়ে আসছে।
বুনো পলাশের ঝোপের পাশ দিয়ে
খুরুশপুরের পাহাড়ি ঝর্ণার গা বেয়ে
আর হরতকি রঙা মেছুনি বস্তির ঝুপড়িটার থেকে।
আসলে মিছিলটা বোধহয় কাক চিল শকুনদের মিটিঙ
তাদের প্রত্যেকের ডানায় একটা করে মোমবাতি
আজকাল ধর্ষিতা হতে কারুর বাঁধা নেই যে।
মিছিলের স্লোগানের শব্দগুলো কেমন যেন পাল্টে যাচ্ছে ।
চতুর্ভুজ শব্দগুলো --- ঠিক ওই মেয়েটির,
বুকের ক্লিভেজের মত ত্রিমাত্রিক ছন্দে
ত্রিভুজে রূপান্তরিত হতে হতে হয়ে পড়ে অষ্টাঙ্গ
ব্রেসিয়ারের কেরামতিতে।
কখনও বা ষড়ভুজা ষোড়শী আর
কখনও বা দশভুজা দশপ্রহরীণী আর কখনও বা
রম্বাস আকৃতির বেলাইনের মেয়েগুলোর মত।
ভাববাচ্যেই রয়ে গেলাম অপব্যয়ের রূপ ধরে।
ধুসস্ শালা বাঞ্চোৎ।
কাল রাতে বেশি করে মাল টেনে আজ ফের বাতেল্লা ?
কি করি বল দোস্ত ।
পেটের খিদা ভুলতে বুকের জ্বালাটা
বাড়িয়ে নিতে হয় যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন