আচার শেষে
সোনালী মন্ডল আইচ
এ তুমি কেমন তুমি
এতো নির্বাক এতো নির্লিপ্ত
ক্লেদ গ্লানি অটুট রেখে
দুটো সমান্তরাল রেখার মিলন বিন্দু আঁকো
বুজে আসে শেষ বিকেল
নাম ধরে ডেকে যায়
সত্যবাদী সরল সাহসী গলা জানতে চায়
দুধ দই-এর যে গঙ্গা বইয়ে দিলে
শুকনো মুখ শিশুটিকে পড়ল মনে ?
নিদেন পক্ষে বিড়াল কুকুর বা অসুস্থ কেউ--
না-না এসবে কী পুণ্যি জোটে-----
সম্পূর্ণ উলঙ্গ গোধূলি ধীরে পরে রাতপোশাক
লজ্জা খসে পড়ুক কে বা চায়
চোখ বন্ধ হয়ে আসে চিকচিক জলে
এখন পাতাল প্রবেশ নেই
কারণ আর সীতা জন্মাবে না
খাদ্যের অপচয়, শক্তির অপব্যবহার
এসব খুব দুঃখের,এখানেই বারবার হার
অনাথপিন্ডদসুতা সুপ্রিয়ার কাছে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন