রঙ ও প্রণয় সংখ্যা:
রক্তিম যুবতি পলাশের দোহন
সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা
রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন
আহ্লাদিত আগুনে ঊনিশ,,,,, কিশোরী,,,
সিঁদুর বিশল্যকরণীর ছোঁয়ায় ছাইচাপা আগুন,,,,,বধূ
স্বাভিমান // পঙ্কজ কুমার সরকার
বিপ্লব দেখেনি ;
পড়েনি ফিদেল কাস্ত্র ,
তাকায়নি চে গুয়েভারার সাহসী চোখের দিকেও ...
তবু , ওরই চোখে আজ উদ্ধত অভিমান !
কেউ কি ওর পায়ের নীচে গড়িয়ে দিয়েছে জল ?
না কি কেউ অবাঞ্ছিত হাওয়ায় ধুলোয়
ঢেকেছে ওর আহ্লাদিত আগুন ঊনিশ ...
ও কেন তির্যক দেখছে -- পরিযায়ী পাখিদের
আবির গন্ধ সকল কুর্নিশ !
জন্মান্তর // পঙ্কজ কুমার সরকার
দ্বিরাগমনের গন্ধ এখনও গায়,
এখনও রপ্ত হয়নি ,
কোন্ চাবি কোন্ তালায় ;
সন্ধ্যা প্রদীপে
তেল জবজবে সলতে সাজিয়ে,
ভাত কাপড়ের শাড়ির আঁচলে
পিঠ ঢেকে --
তুলসি তলায় এসে বধূ --
পড়েছে ভীষণ ভাবনায় ;
ইচ্ছে , না আগুন !
এখনি তার কী প্রয়োজন !
যদি ইচ্ছে,
কোন ইচ্ছে !
যে ইচ্ছে মরতে মরতে বেঁচে গেছে ,
সিঁদুর নামক এক,
বিশল্যকরণীর হঠাৎ ছোঁয়ায় !
নাকি এ বাড়িতে আসার আগে,
যে সব ইচ্ছের শিওরে
রাশি রাশি প্রত্যাশা রেখে,
সে ঘুম পাড়িয়ে এসেছে
ও বাড়ির বিছানায় !
নাকি যাদের অভাবে,
সে পায়নি নদীর শরীর ;
আর মহুয়া ম্যাডাম ,
মনের মাটি !
না কি, সেই ইচ্ছে ,
যা তাকে করেছে --
বান্ধবীদের ঈর্ষাকাতর -- সৌভাগ্যবতী !
কিংবা ;
যে ইচ্ছে গুলোকে হত্যা করার পর,
সে পেয়েছে
পুণর্জন্মের কাঙ্ক্ষিত আহ্লাদ ;
পেয়েছে পাখির বাসার মতো
এক গর্বিত গৃহ !
যে গৃহে তার বর এখনও বন্ধুই !
কেননা, যখন চালের কিলো চল্লিশ,
অতি কষ্টে জোটানো --
দু' পাঁচ হাজার মাস মাইনের চাকরিতে --
ছেলেরা, বড়োজোর
ফুচকা খাওয়ানো প্রেমিক,
কিংবা বন্ধুই হতে পারে,
তার বেশি কিছু নয় !
তবু দীর্ঘ বন্ধুত্ব যে দাম্পত্যে গড়ালো !
একটা জন্মান্তর হল জীবনে ,
নিজের করে পেল প্রণয়ী পুরুষ..!
তার জন্যে -- মনের খাঁচা থেকে,
যে সব পোষ্য ইচ্ছেকে,
সে মুক্ত করে এসেছে,
মধুপুর জ্যোৎস্না ডাঙায় ;
সেই সব ইচ্ছে...
কিংবা যদি আগুন !
কোন আগুন ?
যা সে নিবিয়ে এসেছে ---
ছাদনা তলার মঙ্গলঘটে !
নাকি মনে মনে জমে ওঠা --
যে সব উপসমহীন অসন্তোষ জ্বরে ,
এখনো পুড়ছে বন্ধু বান্ধবীরা...?
পুড়ে গেছে মেঘ মাসিদের পাখিগ্রাম !
কিংবা যে আগুন একটু বাদে,
প্রদীপের সলতে পোড়া গন্ধে ;
অস্থির করে তুলবে --
এই আধা বস্তির সিধা গলি !
অথচ কেউ কিচ্ছুটি বলবে না !
মেনে নেবে,
যুগলে আত্মহত্যার খবরের মতো
নিতান্তই সয়ে যাওয়া এক
গন্ধ হিসাবে !
সেই আগুন !
না কি,
এই প্রদীপের মৃদু আলো হয়ে
জ্বলে উঠে --
যে আগুন ;
দুজনের মাঝে দুজনকে খুঁজে দেবে,
এক অমূল্য হৃদয়
সেই আগুন !
সেই আগুন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন